পাতা:প্রেম-রহস্য.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е C@国°雷枣亨1 भोत्र মুখের শোনাই ভাল। কি দুৰ্গতি ब्लग्न টের পাবি, এখন যুয়ান বয়সের দরুণ কিছুই খবরে আসছে না, যে কাঠ খাবে, সেই অঙ্কি রা 'হাগ বে। এই বলিয়া সৌদামিনী রাগাম্বিতা হইয়া একার্কিনী জল আনিতে চলিয়া গেল।” কামিনী। দেখ বেগুনফুল, আমার ইচ্ছ। ইয়; সৌদামিনীর মুখটা পুড়িয়ে দি; দেখনা, কতকথা বলে গেলো। গোলাপী। বেগুনফুল, আর বাগ কৱিস নি, চল, পাগলিনীর কাছে একটু আমোদ করিগে । উভয়ে পেমীর আরও নিকটে গিয়া দাড়াইল। কিছুক্ষণ পরে পেমীকে জিজ্ঞাস করিল,—তোর বাড়ী কোথায় ? তুই কার জন্যে পাগলিনী হয়েছিস ? তোর বাড়ীতে কে আছে ? পেমীর খবর নাই,— পেমী নিস্তু চিন্তাতেই মগ্ন । যখন উহারা জানিতে পারিল যে,--পেমী একটা বদ্ধাপাগলিনী, তখন উভয়ে নিজ নিজকাৰ্য্যে গমন করিল। ক্রমে ক্রমে যত দিনমনি অস্তাচলের দিকে আশ্রয় লইতে লাগিল,—তত পেমীর বৃক্ষতল লোকে লোকাকীর্ণ হইল । কেতু পুত্রের আশায় ঔষধ লইতে, কেহ কঠিন রোগ হইতে মুক্তি পাইতে, কেহ যোগশাস্ত্রে দীক্ষা লইতে, কেহ রসায়ণ বিদ্যার ব্রুপায়-স্বর্ণ পাছতে, পেমার নিকট আসিল, এবং কেহ ৰূেহ তামাসা দেখিতেও আসিল। কিন্তু যখন দেখিল,— পেয়ী কাহারও কথায় কোন উত্তর দেয় না, তখন নিরাশ।