পাতা:প্রেম-রহস্য.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ¢¢jभ-ब्लट्ट] । প্রায় কোল গোত গোত করিত। রাস্ত এক বাঁক । ঘেটু, আকন্দ ও সজন ফল আমোদিনীদের তামোদ দিত । মিউনিসিপ্যালিটী, পাবলিক লাইব্রেরী, এসোসিয়েসন, থিয়েটার, গার্ডন, কলেজ, ডিম্পেন্সারি, হসপিটেল, বাজার, ঘাট, ও মন্দির সমস্তই অভাব ছিল। কিন্তু একটি পঞ্চাত এই সব দুঃখকে মোচন করিয়া গ্রামবাসীদিগকে আনন্দ দিত। চিন্তামনি সর্দার এই পঞ্চাতের নায়ক। সে হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ ছিল, তার রং আঁস্তাকুড়ের হাড়ি অপেক্ষ এক পোচ বেশী । পায়ের ও হাতের গঠন এবড়ো খেধড়ো, কেঁচোর মতন সমস্ত শ্বির সজ্জিত, পেট কুকুরে খেয়ে গেছে, বুক বিশাল এমন কি মধ্যে নৌকাচলে, কঁধি উয়ের ঢিপি, গলা মোটা, কিন্তু রেখা সমন্নিত, ঠোট উলটান ও পুরু, যেন কাফরি, চিনবাসীর মতন নাক থেবড় ও চক্ষু গোল, কপাল বিস্তুত যেন দার্শনিক, কেশরার কেশরের মত বেশ লম্ব, অন দি হোল, মোট কথা— বিপি যেন নির্জনে বসে গড়িয়াছেন। চিন্তামনি সর্দার বনে শিকার করিয়া দন কাটাইত, এবং রাত্রিতে কাতলা মারিয়া, লুণ্ঠন করিয়া আনন্দ করিত। সে একদিন দাওয়ার উপর বসিয়৷ চিন্তা করিতেছে, এমন সময়ে একজন গ্রামবাসী আসিয়া খবর করিল, সর্দার ! কেলেবেটা আমার মেয়ের উপর অত্যাচার করেছে, সখন সে বনের ভিতর কাঠ আনতে গেছল, তার মাথা নিতে হবে, আর তা নাহলে আমিই এক কঁাড় দিব ।