পাতা:প্রেম-রহস্য.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- C & * 8 ש צ ..o. wo سامسس عیسی مسیح------------- কিম্বা কাহারও ইন্দ্রিয়ের শিথিলতাপ্রাপ্ত হইলে, তাহার মাথার চুল টানিলে চিন্তাভয় ও শিথিলতা বিনাশ হয়। আরও শুরুদেব বলিয়াছিলেন, পাঠাভ্যাসীদের শিখা—টিকি দুখ। অত্যন্ত আবশ্যক, কারন দিবারাত্রি পড়িতে পড়িতৃে ইন্দ্রির শিথিল হয়, পুনঃ ইন্দ্রিয়কে চেতন করিবার উপায়, মস্তিষ্কের উপরের চুল টান। শিখাটির সূতি মস্তিষ্কের যত নিকট সম্বন্ধ এমন আর কাহারও নাই।, পিয়নে যন্ত্রট ভিতরে এমন হিসাবে সাজান হয়, উপরের পরদা এক একটা টিপিলে সুন্দর এক একটা সুরবলে, ভিতরের কর্ড অর্থাৎ তার বিকলং হইলে উপরের পরদা ভাল থাকিলেও আর সুর বলে না; দেহের ভিতর এক এমন হিসাবে জিনিষ দিয়া সাজাইয়াছেন যে, উপরের ইন্দ্ৰিয়তে আঘাত লাগিলে, ভিতর হইতে প্রত্যুত্তর দেয়। কিন্তু ভিতর বিকল হইলে, উপরের-ইন্দ্রিয় বর্তমান থাকিতেও প্রত্যুত্তর আর পায় না। সাতটা পরদাতে পিয়নে যন্ত্রটা প্রস্তুত হয়। দশটাতে দেহ যন্ত্রটা প্রস্তুত হয়, একটা একটতে আঘাত করিলেই ভিতর হইতে উত্তর দেয়। “স্বৰু টানিলেই পুনঃ চেতন হয়। চুলের হেতু মাথার ত্বক টানিবার বড় স্বৰিধা, কারণ পুঙ্খানুপুঙ্খরুপে জ্বকের উপর চুল সাজান আছে, এবং মস্তিক্ষের অত্যন্ত নিকট হয় ।” তবে আমি পাগলিনীর চুল টানি, তাহাঁ হইলেই জ্ঞান হইৰে । এই স্থির করিয়া নদী পাগলিনীর নিকট গিয়া যেমন খুৰজোরে চুল টানিল, অমরি .