পাতা:প্রেম-রহস্য.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ sås প্রেম-রহস্ত । 弯 বুদ্ধি ধরেন কেন ? জগচ্চন্তামনিকে দর্শন করিতে কাহারও কি কোথায় ঘাইতে হয় ? দর্শনেচ্ছুক ভক্ত যথায় তথায় তাহাকে দেখিতে পারেন, কারণ ভক্ততে জগতের বাহিরে নাই যে, বাহির হইতে অন্দরে আসিয়া দেখিবেন, যখন সমস্ত জগৎ জগচ্চিস্তামনি,—দেহের চিন্তামনি দেখিতে হরগৌরী আশ্রমে আসিব কেন ? দেহ ছাড়াতে পাগলিনী নয় ? যথায় দেই তথায় পাগলিনী। চিন্তামনি সর্দার, যিনি আমার চিন্তামনি-তাহাকে অন্বেষণ করিতে আমি হরগৌরী আশ্রমে আসিয়াছি। . সমষ্টি সমষ্টির ভাল, ব্যষ্টি ব্যষ্টির ভাল, জ্ঞানী জ্ঞানীর ভাল, মুখ মুখের ভাল, আর চওলি চিন্তামনি সর্দার চণ্ডালিনী পাগলিনীর ভাল । আপনার जांश्रृंनि अर्थf९ छ्द्र. . ভাল। আপনি আমার চিন্তামুনির খবর দিতে পারেন ? কারণ মহৰ্ষি কপিলমুনি কখনও মিথ্যা ফলিবেন না ; অবশুই स्विाभनि आँप्छ । g 'नन्नी । जांभनिfक मिघ्नांकां७, ख्छीनकां७ नकल३ डूपै। বলেন ? - খাগলিনী । আমি জগতের কিছুই বৃথা বলি না। যে যেটা উৰ্ত্তীর্ণ হইয়াছে, তার সেটা আবশ্যক নাই। যাহার বর্ণশিক্ষা কৰুে নাই, তাহাদের পক্ষে ৰণশিক্ষা পুস্তক, অত্যন্ত আবশ্যক। কিন্তু যাহারা বর্ণশিক্ষা করিয়া পরীক্ষা দিয়া ੋ4ਂ তাদের বর্ণশিক্ষা পুস্তক আবশ্যক नाई।