পাতা:প্রেম-রহস্য.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ - প্রেল-রহস্ত । শৃঙ্খলধদ্ধ মানব শৃঙ্খলধারার ইচ্ছামুক্ত নিকটে আসিতে বাধ্য হয় | a গৌরী হইতে আমি কতদূরে ছিলাম, আমি একদেশের পুরুষ, গৌরী অপরদেশের মেয়ে ; জাতি, কুল, বর্ণ, বিদ্যা ও বুদ্ধিতে আমি ও গৌরী পৃথক হই, কিন্তু গৌরী চিন্তাশীলা হইয়া সব এক করিয়াছে। গৌরী যে দিন হইতে হরময় ব্যতীত আর কিছুই দেখিল না, শুনিল না ও কৃথ কহিল না, সেইদিন হইতে আমি পদতলে পড়িয়া আছি। মা, তুমিও যেদিন সমস্ত চিন্ত৷ মনি দেখিৱে, সেইদিন তোমার চিন্তামনি তোমার পদতলে গড়াগড়ি যাইবে । পাগলিনী। শুরুদেব। যদি সমস্তই চিন্তামনি হইল, তাহ, হইলে প্রভেদজ্ঞান করায় কে ? * হর। যতদিন ঐ জ্ঞান থাকিবে, ততদিন জ্ঞানকাণ্ডে থাকিবে। মানব পুরুষকারের দ্বারায় ক্রিয়াকাণ্ডে অপর মানবের নিকট বাহাদুরি লইতে পারে, কারণ নিজ ও অপর এই জ্ঞানটী বহিয়াছে, গুরু ও শিষ্য রহিয়াছে, ছোট ও বড় রহিয়াছে, কিন্তু যখন মানৱ জ্ঞানকাণ্ডে আসিয়া মানসপূজার দ্বারা জ্ঞানী হইবে, उँथन निऊ ও অপর এই জ্ঞানটা রহিত হইবে, গুধু ও শিষ্য রহিত হইবে, ছোট ও বড় রহিত হুইবে । 呕 পৃথিবীতে যত দার্শনিক ছিল, আছে ও হইবে, সকলেই