পাতা:প্রেম-রহস্য.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ইe Cुथेश्व-व्रझुछ । _ 载 হরণ নীল ও পদ্মপলাশলোচনট দিলেই হয়। পাগলিনী নীল পদ্মপলাশলোচনটি কি | হর । ত্তিনেত্র। পাগলিনীঃ ত্রিনেত্র কি ? হর • জ্ঞান । পাগলিনী। নেত্র যাইলেতো অীর দেখিতে পাইব না। হর। সব শূন্য, তাই নীল বলা হইয়াছে ; দেখিতে পাইলেই, দেখিতে হইবে। গৌরী উলাঙ্গিনী কথিত হয়, কারণ গৌরী শূন্তাতীত । - পাগলিনী। গৌরী শূন্থাতীত৷ যদি তবে আপনার ক্রোড়ে বসিয়া কি করে আছেন, আমি কি কয়ে গৌরীর ঐদেখিতে পাইতেছি । t - 象 ‘হর। আমি পূর্বে বলিয়াছি; আমি তুমি জ্ঞানে, আমি তুমি জ্ঞান। মড়ার ফাধ মড়া বুঝিতে পারে, গাছের ভাব গাছ বুঝিতে পারে, পাহাড়ের ভাব পাহাড় বুঝিতে পারে, শূন্যের ভাব শূন্য বুঝিতে পারে। মা, তুমি সাকার, সাকার ভাব বুঝিতেছ, নিরাকার হইলে নিরাকার বুঝিতে। পাগলিনী। বুঝা কথা রহিলেতো সাকার রহিল। হর । শিব নিরাকার, কি করে সাকার হইল, কারণ আমি বর্তমান সাকার হর, সেইজন্যে নিরাকার সাকার হইল। কথা বলিলেই দোষ পড়ে, মাথা থাকিলে মাথা আর মুও ಇಇ: