পাতা:প্রেম-রহস্য.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধি । } ১২১ 2 কিন্তু মাথার ভিতর গোবর থাকিলে মাথা থাকিয়াও গোবর হয়। তর্কে তর্ক বাড়ে, কথাতে কথা বাড়ে, বোবা হইলে কিছুই বাড়ে না, সে যাহা হউক, আজ তুমি চিন্তাগারে যাইয়া চিন্তা কর,—কল্য প্রত্যুষে আমার নিকট আসির্বে। পাগলিনী তথাস্তু বলিয়া নন্দীর সহিত নিজস্থানে ফিরিয়া অালিল । क्ड़्ंद्रक्षिां *ब्रिएक्रम ! সন্ধি । - পরদিন অরুনোদয়ের পূর্বে প্লাগলিনী—গৌরীনদীতে অবগাহন করিয়৷ হরের নিকট উপস্থিত হইল। হর অতি যত্নসহকারে পাগলিনীকে ਾਂ লইয়া বলিলেন, উন্মাদিনি । তুমি চক্ষু বুজিয়া “তোমার ইষ্ট দেবতা চিন্তামনির ধ্যান কর, তাহা হইলেই অদ্য সন্ধ্যাকালেতে চিন্তামনিকে পাইবে । পাগলিনী ইহা শুনিয়া ,অত্যপ্ত জালদের সহিত দুই চক্ষু বুজিয়া চিন্তামনিকে ধ্যান করিতে আরম্ভ করিল i . হয় দক্ষিণ হস্তের পঞ্চাঙ্গলি এরুত্রিত করি, পাগলিনীর ই ভুরুর মধ্য স্থানে পঞ্চাঙ্গুলির অগ্রভাগ রাখিব, নিজদেহের ১৬