পাতা:প্রেম-রহস্য.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بولي SRも £, প্রেম-ষ্ট্রইস্ত ।

बाँ আমার চিন্তামনিকে না দাও, তাহইলে আমি এক্ষণেই ভষ্ম কুরিয়া ফেলিব। বনদেবী' ভগিনি । আপনার চিন্তামনিতে আমার নিকট নাই। আপনি ইচ্ছা করিলে, আমার পুঞ্জের (মুনি ঋষি ও যোগাভ্যাসী ) সহিত আমাকে ভস্ম করিতে পারেন। অামার পুঞ্জের নিরপরাধী, কাহারও অপকার করা আমার পুত্রদের বৃত্তি নয়; ক্ষম হয় আমার পুত্রদের বৃত্তি । আপনি ইচ্ছা করিলে, জাযায় কি সমস্ত স্থলজগৎকে স্থানচ্যুত করিতে পারেন। আপনার চিন্তামনি পশ্চিমকাননে আছেন । . উন্মাদিনী উঠিয়া পশ্চিমক্কাননে আসিয়া উপস্থিত হইল। (মূর্ধ্য পাটে যাইতে কিঞ্চিৎ বিলম্ব আছে, এমনসময়ে হরগৌরী . সমস্ত ভূতকে সমভিব্যাহারে লইয়া, পশ্চিমকাননে আসিয়া . উপস্থিত হইলুেন। ওদিকে নন্দী—মুনি ঋষি, যোগাভ্যালী ও বেদাধ্যায়ীদের সঙ্গে লইয়া আসিল। পশ্চিমকনিনে প্রেমকুসুম প্রফুটিভ হইল চারিদিক গৌরভে আমোদিত হইল ) r কিঞ্চিৎ দূরে গিয়া দেখিল,—স্বৰ্য্যদেব লোহিতবরণ মূৰ্ত্তি ধরিয়া পাটে ঘাইতেছেন। উন্মাদিনী আরও লোহিতবরণ হইল, স্বৰ্য্যদেব ! তুমি নিজে পাটে যাইতেছ আরাম করিতে; কিন্তু উন্মাদিনীর চিন্তামনির কোনও খবর দিলে না। তুমি সর্বদর্শী ও সর্বস্থানপ্রবেশী। যদি অদ্য তোমার সন্ধার সহিত জামার সন্ধি (চিপ্তামনির সহিত) না হয়, তাহ হইলে অদ্য: