পাতা:প্রেম-রহস্য.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Α. শ্মশান । .4 +. ধানের ছাল, বুক পাঞ্জাবি পালোয়ানের মতন বিশাল, র্কাধ বৃষের মত উচ্চ, গল সিংহের মত মোটা। চিবুক বার করা, ঠোট উলটান, দীত মিশির দরুণ দেহের রংকে ঝক মেরেছে। নাক ছোট, চৈাক কুটুরেপেচ, কান বড় ও পুরু, ভিটে ধাপার মাঠ, মাথা ছোট, কিন্তু কোকড়া কোকড়া ছোট ছোট চুলের কারণ অতি শোভাযুক্তা। মোট কথা, জলধর ও জগদম্ব প্ৰেমীর কাছে বালক বালিকা । পেমীর বাসস্থান ও বড় ফ্যাল না নয়, , সামনে অনেক শুকর গোদর্গোদ করে। দেয়ালের রং বেরংয়ের চিত্রের ভিতর থেকে সাদামানিক উকি মারে। মটুকা উড়ে গেছে। চালের ভিতর দিয়া, লাল মানিক ঘরের ভিতর যাইয়া খেলা । করে । মড়ার খুলি, চিতা নিবাইবার কলসী, মড়ার খাট ও কেঁথা ঘরের আসবাব, হয়। ঘরের দাওয়াতে বেহিসাবি রকমের মড়ার আধাপাড়া কাঠ ছড়ান। বড় মজার কথা, এই কাষ্ঠই পেমীর বলির কাষ্ঠ হয়। বাপের বেশী বয়সের কারণ নিজেই ঘাটের কাজ করে, দান লইতে পেমীর মত আর কেহ প্রায় নাই, মড়ার উপর কথার খাড়ার ঘা দিতে খুব মজবুত । সময়ে সময়ে-আবার মহাবটবৃক্ষের ডালে পা বুলাইয়া বসিয়া ভূত হয়। পেমীর গুণ অনেক, দয়া কাকে বলে তা স্বপ্নেও জানে নু। মাঝে মাঝে সুবিধা পেলেই কাতলা মেরে দিনগত পাপক্ষয় করে। পেমী রাত দিন পুরুষের সঙ্গে একত্রে বাস করে, কিন্তু কোন পুরুষকে খারাপ ভাবে দেখেন । প্রেম ক্লি