পাতা:প্রেম-রহস্য.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w প্রেম-রহস্ত ! তা পেম কিছুই জানে না। যদিও পূর্ণযৌবনা তত্ৰাচ ইন্দ্রিয়ের কোন উদ্রেক মই, নিজ ব্যবসাতেই ব্যতিব্যস্ত হয়ে দিন কাটায়। , , - পেমীর বাসস্থানের নিকট একটা শ্মশানেশ্বরের মন্দির আছে, প্রতিদিন পেমী শ্মশানেশ্বরের মাথায় জল ঢালে এবং ফুলের সুবিধা পাইলেই আকন্দ, ঘেটু ও চাপা দিয়া সাজাইয়। থাকে। যে দিন ঘাটে বেশী লাভ হয়, কিম্বা কাতলা মেরে পয়সা বেশী পায় সেদিন শ্মশানেশ্বরেল মাথায় আরও ৰেশী জল ঢালে । - পেমীর পিতা একদিন জিজ্ঞাসা করিল—পেমি ! আজি কাল ঘাটে কেমন লাভ হচ্ছে ? .. পেমী বলিল,-বাবা, আজ কালু বড় কম হচ্ছে, কিন্তু আজ দুইদিন ধরে কিছুই নাই । পিতা । কাতলা ব্যবসা কেমন চলছে ? •e পেমী। পরশুদিন একজন পথ ভুলে শ্মশানেশ্বরের মন্দিরের দিকে পড়েছিল । আমায় জিজ্ঞাসা করিল,—অমুক পথ কোনদিকে ? আমি ঐদিক দেখাইয়া দিলাম। সে শ্মশানেশ্বরের মন্দিরের দিকে চলিল ; আমিও তাঁহার পিছনে পিছনে চলিলাম । সে, যেমন মন্দির ঘুরে শ্মশানেশ্বরের সামনে অষ্টাঙ্গে গড় করলে, আমি অমনি সুবিধা পেয়ে চেপে ধর -লুদ্ধ। কিন্তু ৰাব, সে একটু পুরুষের মত ছিল ; সেই দরুণ