পাতা:প্রেম-রহস্য.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$2. প্রেম-রহস্ত । কি, আমি আগে আছি, যদি কিছু হয় তো আমার হবে। ভূত কোথায়—ভূত বেঁটা কিছু করেতো আমি ধর বো। খুব জোরে নাম ডাকে। সকলে ভরসা করিয়! খুব জোরে “শিবনাম সত্য" হাকিতে লাগিল । সংস্কারের ক্ষমতা—কি অদ্ভুত । যাহারা পূর্বদিন অন্ধকারে তেপান্তর মাঠে একলা ভয়ানক—ভয়ানক, অমানুসিক ও অসাহসিক কাৰ্য্য করিয়াছে, অদ্য তাহাদের কণ্ঠ ভূতের নাম—ক্রমে ক্রমে রোধ হইয়া আসিতেছে। যতই মহাবটবৃক্ষের নিকটবৰ্ত্তী হইতে লাগিল, ততই কাষ্ঠের পুত্তলিকাবৎ হইল। চারিধারে পার্থী রব করাতে ও মহাবটবৃক্ষের ডাল নড়াতে, উহাদের আরও ভয় বাড়িতে লাগিল । এমন কি গায়ে গায়ে ঠেকাঠেকিতে ছুই একটা পড়িল ও অপর কেহ কেম পিছনে হাটিল । হঠাৎ পেমী গাছের উপর থেকে মহাচীৎকার করিয়! লম্ফ দিল । বাকী সকলে ওইগো বলিয়া মূচ্ছ1– ' কাঁধের মাও মাটীসাথ । খালি চিন্তামনি সদর্ণর ভূত ধরিল। উভয়ের কিছুক্ষণ ঝাপটাঝাপটির পর চিন্তামনি ভূক্তকে নীচে অনিল । চিন্তামনির মদনে ও গর্জনে ভূত অস্থির। ভূতের অনেক অনুনয় ও বিনয়ের পর, চিন্তামনি বলিল,— দেখ, তুই মেয়ে-মানুষ, তাই তুই বেঁচে গেলি। তুই কে ? बॉब्र তুই কি দিবি বল ? - o ** সে উত্তর দিল-আমি পেমী ; আমার বাবা ঘাটের