পাতা:প্রেম-রহস্য.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ CCथम-ब्लक्ष्३छ 1. পেমীও চিন্তামনিকে প্রথম দেখিল। ইহা যে পরম্পরের কি দেখা--তাহা খালি চিন্তামনি আর পূেমী জানে। পুরুষকার,যুক্তি, জ্ঞান ও বিজ্ঞান কিছুই জামে না। যে মজেছে, সেই মাজছে এবং সেই জেনেছে। যে মজেনি, সে মজেনি এবং সে জানেনি। সকলে সমস্ত রাত আনন্দের লহর চালাইয় দিল। চিন্তামনি ও পেম যে যখন চক্ষু খুলিল, সে তখন পরস্পর পরস্পরকে দেখিল । আর সকলে দিনমনিকে দেখিল। চিন্তামনি বলিল,-ওহে দুই এক পাত্র ছাড়য়া খেয়ে, ডোরায় নেয়ে, চল বাড়ী যাওয়া যাগ । সকলে বলিল,—হঁ্যা ভাই ; কিন্তু ভাই তুই কালকের ভূতের কথা কিছু ঘরে গিয়ে বলিসনে। চিন্তামনি। দূর পাগল, ও কথা কি বলতে আছে। তাঁ হলে সব, ভুর ভেঙ্গে যাবে। আয় সকলে খাই । 'সকলকার ভিতর হাড়iয়া চলিতে লাগিল, নানারঙ তামসাও চলিল। সকলেই পেমীর গুণ গাইতে লাগিল। পেমী নীরব থাকিয়াখালি উহাদের সেবা করিতে থাকিল। দুই এক ঘণ্টার পর চিন্তামনি বলিল,—ওহে ভাই, চল ডোবায় নেয়ে ঘর যাওয়া যাক। কালকে সে বেটার ভেগে গেছে—সে.বেটার বাট গিয়ে কতকথা বলেছে, আর সকলে কত কি মনে করেছে। "ত" আর দেরি করা ভাল নয়, চল শীঘ্ৰ নেয়ে যাওয়া যাক।. ।