পাতা:প্রেম-রহস্য.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । নদেরটাদ, ভুড়তুড়িচাদ, বোকচাদ। नएनबर्फेम । किएइ ভুড় ভূড়ির্চাদ ! এতদিন কোথায় ছিলে, অনেকদিনের পর তোমার সঙ্গে দেখা হলো, ভাল আছত ? ভুড়তুড়ির্চাদ । ভাল আছি বই কি, তা না হলে কি করে হেথ এলুম, টোলে ও দেশভ্রমণে অনেক দিন গেল । তুমি ভাল আছ ? ” Ե* নদেরচাদ । তোমাদের সকলের কৃপায় বেঁচে আছি। তুমি অষ্টাদশবিদ্যা শিখেছ, সমস্ত পৃথিবী দেখেছ, তবেত তুমি খুব বড়লোক হয়েছ"। ’ কিন্তু ভাই, বোকুচাদট। সেই রকমই আছে । আমি কত বলি যে, চিরকাল এই রকম করে কাল কাটাবি; একটু ভাল হ। আর বঁাচবিই বা কতদিন, বোকচাদ হা হা করে হেসে রঙতোমাসা করে উড়িয়ে দেয়। তা ভাই, তুমি এসেছ ভালই হয়েছে, এইবার জোঁকের মুখে মুণ পড়েছে। কিন্তু সে ছিনে জোক কিছুতেই ছাড়ে না, যা বল অমনি মিঠে মিঠে ঠোন দেয়। বোকচাদ, নিমকহারাম নয়, এই গুণট তার বড়, এইজন্যে সকলেই ভাল বাসে। বোকুচাদ হাসিয়ে হাসিয়ে পেটের নাতৃিভূড়ি ছিড়ে ফেলে। বোকুচাদ বড়লৈাকের বৈঠকখানার বড় উত্তম সাজ হয়।