পাতা:প্রেম-রহস্য.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ee ה# -- מה שר 影憧 _ w 2 নদেরটাদ ভূড় ভূড়িচাঁদ , বেক্টোদ। ? ভূড় ভুড়িচাঁদ। তুমি যা বললে সমস্তই ভাল, যখন সে নিমকহারাম নয়। অীচ্ছ ভাই, বোকুচাদের কিছুই • বদল হয় নাই—এ বড় আশ্চৰ্য্য কথা । বয়সে সমস্তই বদল হয় । আমি যখুন অধ্যাপকের নিকট পাঠাভ্যাস করিতাম, একদিন অধ্যাপক মহাশয় বলিলেন,—দেখ ভুড় ভুড়ির্চাদ, কার্ল সকলকার চেয়ে বড়, কাৰুণ কাল হয় অনন্ত, কালেতে সমস্ত জিনিসকে বদল করে ফেলে। কালের সঙ্গে যুকিয়া কেহ কালকে পরাস্ত করিতে পারে না। কালের আকার নাই, • অদি নাই; মধ্য নাই, অন্ত नैाइ, কাল নিরবচ্ছিন্ন অজানিত রহিয়াছে, ইহার কারণ কালকৈ অজানিতবলে। অধ্যাপক মহাশ৭ অারও বলিলেন,—“কালের আর এক নাম—শিব, আবার কেহ কেহ মহেশ্বর বলে। আমরা যে কালকে স্থৰ্য্যেৱ দ্বারায় ঠিক করিয়া লইয়াছি, তাহ, কল্পিত। যথা,—কাষ্ঠী, কলা, মুহূৰ্ত্ত, দিন, মাস, বর্ষ, ও যুগ ! বাঘের ছেলে বাঘ বই মানুষ হয় না। সৎ-থেকে অসৎ স্বাসে না। , সমস্ত জগৎ কল্পিত বই আর কিছুই নয়। অসভ্য জগতে দিন রাত ব্যতীত কালকে নিরূপণ করিবার আর কিছুই নাই। সভ্য জয়তে— কৃষ্ঠা, কলা, भूङ्घर्ड, দিনু, মাস, বর্ষ ও যুগ আছে। জাগ্রত অবস্থাত্ত্বে সংস্কারের কারণ কালকে কত বড় বোধ হয়, চিন্তাতে কত কম বোধ হয়, গাঢ়চিন্তাতে আরও কুম, স্বপ্নেতে আরওঁ কমু; স্বযুপ্তিতে কিছুই নাই। এক দেহের ভিতর অবস্থাভেদঃ ס\