পাতা:প্রেম-রহস্য.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭૦' , প্রেম-রহস্ত । কেননা পাবলিকে মুভ করে, কেননা খবরের কাগজে নাম উঠ । কেননা বাহিরে থেকে পয়স। রোজগার করে নিয়ে আসতে পারে। আমাদের দেশে সকলেই জানে যে, বোক - চাদ একটা মহাবানর। খলি রঙ -তামাসা করে বেড়ায়, আর ঘরের কোণে চুপ করে বসে থাকে। কিন্তু ভুড়তুড়িচাদ ! বোক্চাদের বিশ্বাস অত্যন্ত বেশী, যদিও এত চালাকদাস বাবাজী,-বিশ্বাসের দরুণ মাটা হয়ে গেল। যাকে বিশ্বাস করবে, তাকে অবিশ্বাস কিছুতেই করবে না। ইহার দরুণ, অনেক ঠেকেছে, কিন্তু বোকচ দের ক্ৰক্ষেপ নাই,—তার ' কৃপায় আবার ধুইয়ে ধুইয়ে উঠছে। এদেশে বিশ্বাসঘাতকতা অত্যন্ত বেশী, এই হেতু এদেশে কেহ প্রকৃত বড় হয় না। যাঁদের পেটে একখানা, মুখে একখানা, তারাই এদেশে বড় इग्न । আইনবাজ একের (১) নং, ধনী—২নং, তার পরে পরে সব। অন্যদেশে অসভোর মেরে ফেলে, কেড়ে ৰিকড়ে নেয়, কিন্তু আমাদের দেশে খালি অাইন বঁচিয়ে, জীয়ন্তেই সব লুটে পুটে নেয়। “ভাল মানুষের নির্বংশ," এটা যা মেয়ে মানুষে বলে, তা ঠিক । t ভুড়তুড়িচাঁদ। তুমি লোকের প্রকৃতি বোঝ না। কেহ এক পয়সাতে তিড় বিড়িয়ে বেড়ায়, কেহ কোটি টাকাতে ঘরে গাধ হয়ে চুপ করে থাকে,কিন্তু বোকুচাদের যা মাথা ও মাথা কখনই চুপ করে থাকবার নয়। যদি তুমি বঁচি, আর বোক