পাতা:প্রেম-রহস্য.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিয়াম ও শিবরাম । ’87, নির্দিষ্ট কোন ঘর বাট ছিল না, জঙ্গলে পশুবধ করিয়া জীবিকানিৰ্বাহ করিত, চাষ কি তাহ জানিত না । কিছুকাল এইরকম করিবার পর, তাহারা জঙ্গলে অfগুন দিয়া বীজ ছড়াইতে শিপিল। যখন দেখিল—প্রচুর শস্ত হয়, তখন এই কাৰ্য স্বরু করিল। জঙ্গল পুড়িয়া অতিশয় উৎকৃষ্ট সার হয়, দুই তিন বৎসর বিনLপরিশ্রমে খুব ফসল পাওয়া যায়। আবার দুই তিন বৎসর পতিত রাখিলে, বরাবর সমান ফলে । ইহার কারণ জঙ্গলবাসীরা একস্থানে বাস করে ন। এখন লোক বেশী হইল, তখন উহাদিগের ভিতর যে বলিষ্ঠ হইল, সেই সর্দার হইল। এই সর্দার সভ্য হইলেই রাজা বলিয়া কথিত হয়। ক্রমে ক্রমে উন্নতি হইতে লাগিল এবং উহার সহিত অস্ত্রশস্ত্র ও বাড়িল । অন্যের ভয় হইতে-পরিত্রাণ পাইঝর নিমিত্ত দুর্গ হইতে লাগিল । শীতাদি প্রতিকার করিবার নিমিত্ত্ব-গৃহাদি হইল। কিছুকালের পর জীবিকানির্বাহের কারণ কৃষি ও বাণিজ্য চলিল বেনের পুত্র পৃথু হইতে পৃথিবী কর্ষণ স্বরু হইলু, যাহ। তিনি হরের নিকট হইতে শিক্ষালাভ করিয়াছিলেন। ই হার প্রপ্লেীজ প্রাচীনবহী • প্রাচীনবর্ষ বিন্ধ্যাচলে স্থাপন করেন । ইহার বিন্ধ্যাচল বল্লী লিয়া কথিত হয়। ইহাদের বিবাহু সমুদ্রবাসীদের সঙ্গে হইত। প্রাচীনবর্ধবাসীরা বহুকাল বিন্ধাচলে রাজ্য করিয়াটুিল, কতদিন ইহা নিরাকরণু করা যায় না , ইহাদেৱ ری