পাতা:প্রেম-রহস্য.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

es C@国-褒驾日 - - _ - Г পাওয়া যায়। কিন্তু গেরুয়াওয়ালদের আরও বাহাদুরী বেশী পাছে মুখপোড়া বলিয়া কেহ ঘৃণা করে, ইহার কারণ নামের আদি, মধ্য, অস্ত হইতে রহিত হয়। গেরুয়াওয়াল আর এক, লাজকাল প্রায় সমান হইয়াছে। তাই উহাদের আদি, অপ্ত ও মধ্য পাইবার যো নাই। গোবেচারাও এক লাফে সমুদ্র পার হইবার দরুণ অর্থাৎ সহজে মুক্তি পাইবার কারণ, গেরুয়াওয়ালাদের যথেষ্ট পূজা করে। দুই একজন যাহার। নরকে অাছে, পচিশ বৎসরের ভিতর অার থাকে কি না, সন্দেহ । পেট চালাবার উপায় দিন দিন বড় কঠিন হয়ে দাড়াচ্ছে। যতই অভাব বাড়িবে ততই গেকয়া চলিৰে। ধন্য 'নাইটিন্থ সেনচুরি । পূর্বে কোটা কোট বৎসর ধ্যান করতঃ, জ্ঞানলাভ করতঃ, ভক্তি ও বিজ্ঞান অভ্যাসকরতঃ, দেহপাত করিলে যাহা করিতে পারিত না, আজ তোমার কৃপায় পেটের দায়ে গেরুয়া কাপড় পরে, বর্ণ ওঁ আশ্রমের মুখে ছাই দিয়ে–অনায়াসে তাহাই লাভ করিতেছে, এবং গোবেচারাও উহাদিগের দর্শনলাভ করতঃ ও পায়ের ধুলি লইয়া স্বগে যাইতেছে। অতএব হে নাইটনৰ্থ সেনচুরি । তুমি ধন্য। • * হরিরাম। - অসভ্যজগতে বর্ণ ও আশ্রম যেমন ছিল, বোধ হয় আবার বুঝি তাই হুইল । • ° শিবলাম। হরিরাম এটাতো ভালই হচ্ছে, সকলে এক