পাতা:প্রেম-রহস্য.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ebr প্রেম-রহস্ত । ਾਵਾ ת হইবে না। আমি তোমার উপর বড় সৃষ্ট হইয়াছি, তোমায় কালকে আমি অনেক সোণ তৈয়ার देति नििश। গোবেচারা অন্য কাহাকেওঁ বলিল না, পাছে বকর দিতে হয়, স্বামিজী সোণার বদলে শোনা দিয়ে গেল। যেমনি গেরুয়াওয়ালার কাণের শোনা কাণে দিয়ে যায়। গোবেচারার এই মূখঙ্গান এলোনা, যে সোণা করিতে জানিবে, লে শুনে শুনে এত অজগলির ভিত্র আসিবে কেন । তার অভাব কিসের, সে নিজে সব করতে পারে, এইজন্য হরিরাম বলি যে উলটে পাল টে কাজ কি। ম্বে গাধা সে সব রকমে গাধা, ঢেঁকির স্বর্গেতেও ধানু ভান্‌তে হয়। হরিরাম। সমাজের বর্ণ ও আশ্রম তবে ঠিক ? , শিবরাম r ঠিক বই কি। খিচুড়ীর দরকার কিরে বাবা। বুদ্ধিমান, বিদ্বান ও ধনীর ভাল। আমি মুখ, অজ্ঞান ও গরীব, ভাল ভাত খাই, রগড়ের কি ধার ধারি ? • হরিরাম। বুদ্ধিমান, বিদ্বান ও ধনী যাহা করে, তাহাইতো করা উচিত । , শিখরাম । “বুদ্ধিমান, বিজ্ঞান ও ধনী য়াহ করে, তাহাই তো করা উচিত,” এইট জগতে কেনা বলবে ? কিন্তু বঙ্গদেশে যে বুদ্ধিমান, বিজ্ঞান ও ধনী হইল, সে আলাহিদ জন্তু হইল। বাপদাদার সঙ্গে কিছুই মিল রহিল না। বাপদাদাকে “ওল্ড ফুল বলিয়া গণ্য করিল। অন্যদল ধরল,—দলে দলে এত