পাতা:প্রেম-রহস্য.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-রহস্ত । . ”۰ه বলিল,—মৎস্ত ও মাংস ভাল, কেহ মিলিল—ত্রিসন্ধ্যা ভাল, কেহ বলিল এক ভাল, কেহ বলিল, ইরিসভা ভাল, আপনাকে দুই হাত তুলির একবার নাচিতে হইবে। বাপু, তুমি খুলি হও,তাহাই করিব, অর্থাৎ যে যাহাই বলিল, সে তাছাই করিল। বড়লোক ভাষা শিখিয়া পোলিটিলিয়ান, হইয়াছে, কাহাকেও চটাতে চায় না। নাম জাহির চায়, সঞ্চললোকে কিসে ভাল বলিবে, তাছাই চায়। পলিসির দ্বারা নিজের ভাল করিতে গিয়া ঘরের সর্বনাশ করিল, সেটা দেখিল না। পলিসি রাজার পক্ষে ভাল, পরদেশের লোকের উপর ভাল, ঘরে কিছুতেই ভাল নয়। ঘরে করিলেই 'সম্ভাব থাকিবে না, দলাদলি বাড়িবে, ক্ষীণ হইবে, আর দুঃখ বাড়িবে। হরিরাম।” তবে কাহাদেয় মত লইয়া চলা উচিত। শিবরাম। বঙ্গদেশের গাধাদের ও দশহাত কাপড়ের নাটা স্ত্রীলোকদের যদিঞ্চ বঙ্গদেশে বর্ণ ও আশ্রম গোলমাল হইয়াছে, তবুও যাহা কিছু আছে, তাহ কেবল উহাদিগের কৃপায়। - - - হরিরাম । ত্বৰে উৰাৱে মতে চলা উচিত। শিবরাম। ই ।