পাতা:প্রেম-রহস্য.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব আচার ও শাক্ত আচার । Aስማ 0. te o তাহা হইলে সমূyীবিপ্লবে,মজ কত, একবার টের পাইত । দেশের রাজা ধন ও শরীরীক্ষণ করিতেছেন, কুথার ট্যাক্স ও খাজানা নাই, যাহার যাহা মনে আইসে, সে তাহাই সমাজে বলে ও কুরে দেখ পুত্র। যদি "মুণ্ডর মাছের ঝোল, যুবতীর কোল, আর হরিহরি বোল,” এই বচন না থাকিত, তাহ হইলে গৃহীর ভিতর বৈষ্ণবাচারঃ রহিত হইত। যাহার নীচজাতি, ব্যবসাদার ও ভক্তবিটল, তাহারাই বৈষ্ণব বলিয়া থাকে । কারণ বৈষ্ণব বলিলে সব এক হয়। একধার মারিতে, আর একধার-উঠিল, এবং ডোর, কপীন, বহির্বাস, তুিলক ও কণ্ঠধারা বাড়িল । জাত হারালেই বৈষ্ণব একটা কথাইতো আছে। পুত্র । বৈষ্ণবদের পেট চালাইবার উপায় খুব সহজ, নীচজাতি ও গরিব গৃহীর দ্বারে রাধাকৃষ্ণ বুলিয়া পেট চালjইতে পারে। ব্যবসাদার রাধাকৃষ্ণুের ঝুলি লইয়া গদিতে বসিলে সকলে । ধাৰ্ম্মিক, বলিয়া জানিবে, এবং গদিদার-সহজে নিজের কার্য্যসিদ্ধি কুরিয়া লইতে পারে। ব্রাহ্মণ কায়স্থ ও ধনী, তিলকও কণ্ঠৗধুরী হইলে, শিষ্যের ও প্রজার নিকট সম্মানলাভ করে এবং বাহিরে ও ভিতরে আদর পায়। সতের ভুাণুও ভাল, কিন্তু ভাণওয়ালা এত বেশী হয়ে পড়ে যে, ক্রণে ক্রমে সকলেই” অসৎ হইয়া যায় এবং সমাজের দুর্দশাবৰ্দ্ধন হয় । " ব্রাহ্মণ, বৈষ্ণব ও গৈরিকধারীদের পথ এক। তিনই এক, একই তিন, খালি নামের ভেদমাত্র।. একবারে তিন নাম হয় নাই। -যে سb