পাতা:প্রেম-রহস্য.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্ভিক্ষ ও মড়ক । هيا, ۳- معمجتمع--------------- p lo কিন্তু ভারতবাসীগের কোন উপকার হইবে না, বরং অপকার হইবে, যখন ভারতবাসীদের দেহের ভিতর এত ময়লা জন্মিয়াছে যে, লক্ষ লক্ষ জাহাজ বোঝাই ক্যাথটক পিণুেতে পরিস্কার হয়.কিনা সন্দেহ। রাজপুরুষদের স্বাধীনদেহের ভিতর ময়লা নাই, ইহাদের দেহ পরিষ্কার হয়, কিন্তু ভারতবাসীরা নানারকম করেতে ও দ্রব্যের অভাবেতে ও মহার্যতাতে এত পীড়িত যে, উঠে দাড়ান দিন দিন ভার হইতেছে ।" ভারতবাসীরা রোজগার, করিতে জানে না, ভারতবাসীরা পরিশ্রম কুরিতেম্পারে না, ভারতবাসীরা অলসতাপ্রিয় হয়, ভারতবাসীর আয় অত্যন্ত কম, এবং উহাতে গ্রাহ্মণ, বৈষ্ণব ও গৈরিকধারী বখরা লয়। কোট বাহ্মণ, বৈষ্ণব ও গৈরিকধারী বিনাপরি"শ্রমে উদরপূরণ করে, এবং ভারতবাসীদিগকে পৃথিবী অনিত্যু বলিয়া নিজের দল বাড়ায়। ভারতবর্ষে যত ভক্ত বিটল আছে পৃথিবীর কোন অংশে এত নাই, একে ভারতবাসীদের আয় কম, তাতে বখরার অধিকারী অনেক, ইহার কারণস্যায় রাজকুর ও ভারতবাসীদিগের পূক্ষে কষ্টকর হয়। পয়সার অভাব হইলে খাদে্যুর অভাব হয়, খাদ্যের অল্পার হইল্পে দেহে o স্ফৰ্ত্তির অভাব হয়, দেহের স্কৃত্তির অভাব হইলে অলসতা প্রিয় হয়, অলসতাপ্রিয় হইলে, পয়সা রোজগার করিতে পারে না, পয়সা রোজগার-করিতে না পারিলে, গৃহের যা কিছু সঞ্চয় • থাকে, তাহা মহাজনের নিকট যায়,মহাজনের निकझे. বাইরে, -T