পাতা:প্রেম-রহস্য.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-রহস্ত । ماوي 亨 r ফসল খরচ করা বিধেয় । সঞ্চয় থাকিলে এক রকমে চলে যায়, অভাব হইলে ছুর্ভিক্ষে পীড়িত হইতে হয় । জ্ঞানী। জেনে শুনে কেন সঞ্চয় করে না? বোকা : সঞ্চয় করিতে পারে না। কারণ মাথা খারাপ ন হইলে পাপভোগ হয় না, যে দিন হইতে ভারতবর্ষে, এক পোষাক, এক খাদ্য, এক রং, ও এক পুত্রে বিষয় ভোগ লোপ হইয়াছে এবং উপনিষদ ও বেদান্ত ও অন্য দর্শন বানরের হস্তে ন্যস্ত হুইয়াছে, তদবধি ভারতবর্ষের মাথা খারাপ হইতে সুরু হইয়াছে। খিচড়ী ন হইলে, মাথা খারাপ হয় না, ভারতবর্ধে সৰ্ব্ববিষয়ে খিচড়ী পাকান হয়; ইহার কারণ ভারতবাসী সৰ্বর বিষয়ে দুঃখী ।’ আর্যের শূদ্রদের অন্যবর্ণের পদসেবা ব্যতীত আর কিছুই ব্যবস্থা করেন নাই । মাথা খারাপ না হইলে শূদ্র হয় না। মাথা খারাপ লোক অর্থাৎ শূদ্র যাহা করিবে, তাহাই সংসারের কষ্টদায়ক হইবে। বোধ হয় সেই হেতু, আর্যের শুদ্রদের সমস্ত উচ্চ পদ হইতে রহিত করিয়াছিলেন । ইহঁ। যে সর্ববতোভাবে ভাল, তার কোন সন্দেহ নাই। “ঘরেতে অষ্টরস্তু বাহিরেতে কেঁচালম্বা ” ইদানীং ভারতবর্ষে ইহাই প্রধান ধ্বজ হইয়াছে, এই ধ্বজ লইয়া যে চলিবে, সেই মজা লুটিবে। ভিখারী, ব্রাহ্মণ ও বৈষ্ণব এবং গেরিকধারী এত বেশী হইয়াছে যে, গৃহী কিছুতেই সঞ্চয় করিতে পারে না, । ইহুরা যদি সকলেই পরিশ্রম করিয়া, ভিক্ষাব্যবসা ছাড়িয়া,