পাতা:প্রেম-রহস্য.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্ভিক্ষ ও মড়ক। '•' - নিজে রোজগারু করিত, তাহা হইলে গৃহীর রোজগার হইতে একটা বখরা লওয়া কম পড়িত। গৃহী যে পয়সা সাধারণ দেব মন্দিরে দেয়, যদি ঐ পয়সা সাধারণ আচার্যদের প্রতি খরচ করিবার-ব্যবস্থা থাকিত, তাহা হইলে গৃহীর তহবিলু হইতে আর একটা বখরা দেওয়া কম পড়িত। গৃহী যদি ইংরাজ বাহাদুরের দেখিয় খোস পোষাক ন হইত, যখন গৃহীর আয় ইংরাজ বাহাদুরের হইতে অনেক কম, তাহা হইলে আর একটা বখরা কম হইত। ইংরাজু বাহাদুর যদি গ্রামে গ্রামে সাধারণ তহবিল খুলিয়া-চাষী মান্নাদের টাকা কাজ দেন, তাছা,হইলে উহার মুহাজনের হাত হইতে এড়াইতে পারিত এবং ইহাতে উহাদিগের একটা রক্ষসের হাত হইতে বাঁচা হইত। মিউনিসিপ্যালিটা যদি ছোট ছোট গ্রাম হইতে উঠিয়া যায়, তাহা হইলে অনেকটা বঁচোয়া হয়। কারণ যত মিউনিসিপ্যালিটী বাড়িবে, ੋਵੋ এপিডেমিক বাড়িবে, অন্তরেব মিউনিসিপ্যালিটা ঠিক নাহইলে বঁহ্যের মিউনিসিপ্যালট করিবে কি ? কলিকাতা সহরের অপেক্ষ আয়ের স্থান আর ভূারতবর্ষের মধ্যে কোথাও নাই, তত্ৰাচ যদি প্রত্যেকু করদাতার নিকটু জিজ্ঞাসা করা হয়, তাহা হইলে বোধ হয় সকলেই বলিবে, আমরা করে অত্যন্ত ੋਡ হইয়াছি। যদি কলিকতায় এই ফল হয়, তাহা হইলে গণ্ডগ্রাম ও ছোট ছোট গ্রামবাসীরা য়ে করে কি পীড়িত হইতেছে, •ঙাহারাই জানে। স্কুল ও ড্রেণে গ্রামকে ৰুি পরিষ্কার