পাতা:প্রেম-রহস্য.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুর্ভিক্ষ ও মড়ক । {s, খারাপ হইবে, কারণ অর্থ কম। যদি বাহ অপরিষ্কারে দুর্ভিক্ষ ও মড়ক হইত ੱਝ। হইলে বোম্বাইবাসীরা তুর্ভূিক্ষ ও মড়কভোগ করিত না । ভারতবর্ষের ভিতর বোম্বাই অপেক্ষ পরিস্কার সহরু আর নাই, তবে কেন দুর্ভিক্ষ ও মড়ক ভোগ করে ? কারণ বোম্বাই অপেক্ষা খোসপোষাকী লোক ভারতবর্ষে আর নাই। ইহারা ইংরাজ-বুহাদুরের যত নকল করিয়াছে, এত কোন দেশের লোক করে নাই। ইহার কাবণ ইহাদের মানসিক চিন্তা ভারতবর্ষের অন্যান্য সকল প্রদেশের লোক অপেক্ষ ক্লেশী । যত মানসিক চিন্তা বেশী হইবে ও যত মানসিক-চিন্তার ফল বিফল হইবে, ততই দেহের ভিতর খারাপ হইতে মুরু হইবে। কারণ চিন্ত অপেক্ষ উৎকট জ্বর আর দ্বিতীয় নাই। দেহের ভিতর খারাপ হইলে দেহের দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হইলেই মুড়কভোগ করিতে হয়। ধাঙ্গড়, মৈতুয়া ও কুলির তু অবস্থাতে থাকে, উচিত প্রত্যহ উহাদিগের মরিয়া যাওয়া কিন্তু উহারা যন্ত পরমায়ু ভোগ কুরে, খোসপোষাকী ও পরি স্কৃত আবাসের ভারতবাসীরাও তত করে না, কারণ,উহার মাসিক ৭ংসাতটাকাতে শুস্তিভোগ করে। শাস্তিভোগ করিলে দেহের রোগ কম হয় । যাহারা সহরে ও সহরের নিকটে বাস করে, তাহদের চাল সহরের বাতাসে একটু বদল হয়, इर्शं কারণ কিছু ভোগ কৰুে। কিন্তু, অল্প পাড়াগেয়ে, যাম্বর