পাতা:প্রেম-রহস্য.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্ভিক্ষ ও মড়ক । ho ন, তাহাও বুলিতে,পারি না। কিন্তু ইহাতে যত অবিচার হয়, আলাহিদ হইলে আরও বেশী হইবার সস্তাবনা। "মামাদের দেশে কোন এক জনকে কোন কুথ জিজ্ঞাসা করিলে সে স্বচ্ছন্দে একটা মিথ্যা কথা বলিতে পারে, যদিও কোন তার উপকার নাই। কিন্তু স্বাধীন দেশের লোকের হঠাৎ ইহাতে সম্মত হয় না । কারণ উহাদিগের মর্যাল কারেজ, আছে। স্বাধীন দেশে যুডিসিয়্যাল ও একজিকিউটিভ আলাহিদা হওয়া খুব ভাল এবং হওঁয়াও সর্ববর্তোভাবে উচিত কিন্তু আমাদের দেশে এখন উচিত নয়, যখন মর্যালকারেজ অভাব হয়। স্বাধীন দেশের লোকেরা গট আপ মোকদমা করেন না ও মিথ্যা সাক্ষী দেন না, ইহা কেহ বলিবে না। কিন্তু আমাদের দেশ,আপ্লেক্ষু অনেক কম"। আমাদের যে সকলেই গট আপ মোকদ্দমা করেন ও মিথ্য সাক্ষী দেন, ইহাও কেহ বলিবে না; কিন্তু স্বাধীন দেশ অপেক্ষ অত্যন্ত বেশী, ইহার কারণ যুডিসিয়্যাল ও একৃজিকিউটিভ একত্রে থাকা এখম ভারতবর্ষে ভলি, ইহাতে উপকার বই অপকার নাই । ভারতবাসীদের দূরদর্শী হইয়। কোন কাৰ্য্য করিতে দেখিতে, পাওয়া যায় না। যাহ,স্বাধীন দেশে দেখিবে তাহাই-কপি করিতে চেষ্টা করিবে । ভাল কি মন্দ, বিৱেচনা করিবে না। স্বাধীন দেশে যাহা’থাকে, তাহা যে ভাল শত শত বার বলিকিন্তু গ্রহণ করিবাক ক্ষমতা, অদ্ভাব হইলে ভাল, ও