পাতা:প্রেম-রহস্য.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ে৮. * প্রেম-রহস্ত । ca & ভারতরাজ্যের খরচ দিন দিন বৃদ্ধি পাইড়েছে, উচিত দিন দিন খরচ কম হওয়া। একটা লাল পাগরীওয়ালা পূর্বে একটা রেজিমেন্টের’কাৰ্যকরিত, এখন একটা গলির কার্য্য করিতে অক্ষম। ইংরাজী শিক্ষিত ব্যক্তির কারণ ও পেটের জ্বালার কারণ আঁর কিছুই নয়। রাজপুরুষের যত ইংরাজী শিক্ষিত লোকের পরামর্শে চলিবেন, ভারতবর্ষে ততই পেটের জ্বাল। বাড়িবে | পেটের জ্বালা বাড়িলেই অসৎকার্য বাড়িবে, অসৎ কাৰ্য্যবাড়িলেই রাজপুরুষেরা শান্তিরক্ষার কারণ সাফিসিয়েণ্ট’ লোক নিযুক্ত করিবেন; লোক নিযুক্ত করিলেই খরচ বাড়িল। খরচের টাকা বিলুত হইতে আনিবেন না, ভারতবাসীর নিকট হইতে আদায় করবেন, আদায় সুরু ইষ্টলেছ ভারতবাসীর আয়ের উপর বখর বসিল, বখরা বসিলেই ভারতবাসী অসন্তুষ্ট হইল, কারণ বলা হইয়াছে ভারতবাসী রোজগার ছেলে নয়। বিলাতে তিন জন লোকে একটা মাত্র সৈনিকপুরুষ, ভারতবর্ষে চার হাজারে একটা মাত্র সৈনিকপুরুষ হয়। সম্প্রতি পচিশ হাজার শৈনিক পুরুষ ভারতবর্ষে বাড়িয়াছে ইহার কারণ ভারতবাসী কর ভাৱে পীড়িত হইয়াছে, কিন্তু যখন তিনটীতে একটা হইবে, তখন ভারতবরের কি অবস্থা হইবে। কোথাকার জলকোথায় -জসিল, ভাল করিতে গিয়া খারাপ হইল। ভারতবর্ষের ইংরাজি শিক্ষিত ব্যক্তি যদি দূরদর্শী হইত, তাহ হইলে কোন