পাতা:প্রেম-রহস্য.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহৰ্ষি কপিলমুনির আশ্রম । ** মায়াদের সাক্ষা লওয়া হয়, তাহ হইলে বোধ হয় সাধারণ ভারতবাসীর অনেকটা উপকার হইতে পারে। ভারতবাসী অত্যন্ত কুঁড়ে, পশু, পক্ষীরাও নিজের আহার নিজে সঞ্চয় করিতে পারে, কিন্তু ভারত বাণী পারে না। ভারতবষের তুল্য শস্যোৎপাদক 'দেশ আর ত্রিভুবনে নাই, কিন্তু দুঃখের বিষয় ভারতবাসীর অন্নবিহনে, জীর্ণ শীর্ণ হইয়া অন্তে দুর্ভিক্ষ ও মড়ক ভোগ করে। রাজপুরুষেরা যদি অনুগ্রহ করিয়া সঞ্চয় শিক্ষা দেন, তাহ হইলেই সাধারণ ভারতবাসীর মঙ্গল, আর তা ন হইলে একদল ভাল থাকিবে অর্থাৎ, পঞ্চবিংশতি হাজারে একজন, আর অপরদল ধোর দুর্ভিক্ষ ও মড়ক ভোগ " করিবে । 'অষ্টম পরিচ্ছেদ ৫ মহৰ্ষি কপিলমুনির আশ্রম । মহাসমুদ্রের কিঞ্চিৎদুরে মহর্ষি কপিলমুনির আশ্রম, চারি দিকে ফলফুলে আশ্রমটা পরিপুরিত, বিস্তীর্ণ সরোবরের মধ্যভূগিটা সহস্রদল পদ্মে প্রস্ফুটিত ঘটুপদের গুঞ্জনে গুঞ্জিতথাকাতে আরও আমোদিত। পরপুষ্যের পঞ্চমস্বরে নিনাদিশু, >>