পাতা:প্রেম-রহস্য.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহর্ষি কপিলমুমির আশ্রম। b" o - ----ایچ--ء ঘাটের কার্য্য করে, আমার বর্ণ শূদ্র অর্থাৎ চণ্ডাল, আমি চিন্তামনির অন্বেষণে আঁসিয়াছি, যদি তোমরা কূেহ জান,তাহ হইলে বলিয়া দাও। যে যতদূর সাংখ্যশাস্ত্রে অগ্রবেশী ছিল, সে ততদুর তক্ষাৎ হইল, এবং পেমীর উপর তার ততটুকু ঘৃণা বাড়িল । আশ্রমে নানারকম লোক ছিল, সাংখ্যশাস্ত্রে যে যতটুকু প্রবেশী ছিল, সে তত নিকট,হইল, কিন্তু কেহই দশ হাতের ভিতর নাই, মনের সন্দেহ ভঞ্জনের কারণ, একাদশ হাতের নিকটৱৰ্ত্তীর জিজ্ঞাসা করিল। তোমার মূৰ্ত্তি ও বর্ণ পাগলিনীর পরিচয় দিতেছে । তোমাব চিস্তামনি কে ? যদি কোন বাধা না থাকে, তাহাস্থইলে তুমি বল ? , পেমী বলিল, বাবার বেশী বয়স হইবার কুরিঃ অগ্নি ঘtটের কার্য্য করিক্সম, কাতল মারিয়া পয়সা লইতাম, শশানেশ্বরের মাথায় জল ঢালিতাম, সুময়ে সময়ে মহাবটৰুক্ষের, ডালে বসিয়া ভূত সাজিতাম, এই রকমে মহানন্দে কাল, কাটাইতাম , একদিন চিন্তামনি সর্দার মৃত দেহ দহ করিতে আইসে, আমার নজর তাঁর উপর পড়ে, মৃত দেহ দাহ হইবার পর আমি চিন্তামনিকে আমার মনের কথা কিছুই বলিতে পারি নাই, খালি ফ্যাল ফ্যাল করিয়া কাদিতে লাগিলাম। চিন্তামুনি বলিল,—“তুমি বাট যাও, আবার কেহ মরিলে, তোমার সহিত দেখা করিব,” সেই'দিন হইতে y