দ্বাদশ পরিচ্ছেদ `यूब्र्] The Zamorin made every effort to rouse the apathetic sovereigns, to take part in the common cause-Portuguese Conquest in India. কালিকট-ব্লাজ আত্মরক্ষার আয়োজন করিতে ত্রুটি করেন নাই ; তথাপি তঁহার আয়োজন ব্যৰ্থ করিয়া, ভাস্কো ডা গামা ভারতবর্ষে বিভীষিকার সঞ্চার করিতে কৃতকাৰ্য্য হইলেন । তিনি ইহার জন্য প্রস্তুত ছিলেন ; কিন্তু ভারতবর্ষের লোক এরূপ নিষ্ঠুরতার জন্য প্ৰস্তুত ছিল না । এখন ভাস্কো ডা গামার নাম ইতিহাসে সুপরিচিত হইয়াছে। তাহাক্স চরিত্রদোষ বিস্মৃতি হইয়া, ইতিহাস-লেখকগণ তঁাহর চরিত্রগুণেরই উল্লেখ করিতেছেন । কিন্তু সেকালের কাগজপত্রে দেখিতে পাওয়া যায়,-গামা বীর হইলেও দাসু, ধৰ্ম্মোন্মত্ত হইলেও রাক্ষসের ন্যায় নিষ্ঠুর ! ফিরিঙ্গি-বণিকের সহিত মালাবার-প্রবাসী যে সকল মুসলমান বণিকের কলহ ঘটিয়াছিল, তঁহার রাজা বা রাজপুরুধ ছিলেন না । সে কলহ কেবল ব্যক্তিগত বাণিজ্য-কলহ ; তাহা জাতিগত ধৰ্ম্ম-কলহ নাহে } গামা তাহাকে সে ভ্যান্ধে গ্ৰহণ করেন নাই । তিনি তাহাকে মুসলমান ও খৃষ্টানের-এসিয়া ও ইউরোপেত্ন-কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গেীর-জাতিগত কলহ বলিয়াই ধরিয়া লইয়াছিলেন। তিনি যখন ভারতবর্ষ অভিমুখে অগ্রসর হইতেছিলেন, তখনই তাহার প্রমাণ প্ৰকাশিত হইয়া পড়িয়াছিল। মিশরের সুলতানের নিরীহ প্ৰজাবৰ্গ মঞ্চতীর্থ দৰ্শন করিয়া, একখানি অর্ণবপোতে আরোহণ করিয়া, স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিতেছিল। আফ্রিকার পূৰ্ব্বোেপকূলের নিকটে অসিয়া, গামার অর্ণবপোতের
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।