আত্মরক্ষা উভয়ে গীতাসু হইবামাত্র, ফিরিঙ্গি আসিয়া শূন্য সিংহাসন অধিকার করিল ! ১৫০৩ খৃষ্টাব্দে আলুবুকার্ক নামক স্বনামখ্যাত পর্তুগীজ সেনাপতি মালবারে উপনীত হইয়া দেখিলেন,-কোচীন বন্দর অবরুদ্ধ ; রাজ পলায়িত ; কোচীনের ফিরিঙ্গি কুঠিয়ালগণ। জীবন্মত। আলবুকার্ক উপনীত না হইলে, কোচীন বন্দর ধ্বংসপ্রাপ্ত হইত। আলবুকার্ক আসিয়া কোচীন-রাজের লজ্জা রক্ষা করিলেন । * আবার কোচীন বন্দর আপযুক্ত হইল ; আবার কোচীন-রাজ সিংহাসনে আরোহণ করিলেন । এই উপকার স্মরণ করিয়া, কৃতজ্ঞ কোচীন-ব্লাজ ফিরিঙ্গিবণিককে কোচীনে দুৰ্গনিৰ্ম্মাণ করিবার অধিকার দান করিলেন । কোচীনের ন্যায়। কুইলিন বন্দরেও ফিরিঙ্গি-বণিকের কুঠী সংস্থাপিত হইল, এবং বন্দর-রক্ষার্থ ফিরিঙ্গি-বণিকের রণতরী মালাবারের নানা স্থানে গতায়াত করিতে লাগিল। পরাভূত কালিকট-প্লাজ বাধা প্ৰদান করিতে পারিলেন না ; বরং বাধ্য হইয়া সন্ধিস্থাপনে अठ श्लन । পাকিও নামক সেনাপতিকে ভারতবর্ষে রাখিয়া, ( ১৫০৪ ) আলবুকার্ক পর্তুগাল অভিমুখে প্রত্যাবৰ্ত্তন করিতে না করিতে কালিকটরাজ আবার কোচীন বন্দর আক্রমণ করিতে প্ৰবৃত্ত হইলেন । ফিরিঙ্গিবণিকের সেনাবাল অধিক ছিল না ; পাকিও অনন্যেপায় হইয়া নায়ারবংশীয় সিপাহীগণকে পণ্টন-ভুক্ত করিতে প্ৰবৃত্ত হইলেন। এই সুত্রে ফিরিঙ্গির বাহুবলের সহিত ভারতবাসীর বাহুবল সংযুক্ত হইয়া ভারতবর্ষের পরাজয়-সাধনে অগ্রসর হইল। ভারতবর্ষের যে জাতি স্বদেশের
- At every time, the Portuguese helped Kuchin, so that the Samri did not succeed in subduing it, and without attaining his object retired.--Riaz-us-salateen. p. 402-403.