পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

do R ফিরিঙ্গি-বণিক বিরুদ্ধে খড়গধারণ করিবার জন্য সৰ্ব্বপ্রথমে ফিরিঙ্গির পণ্টন-ভুক্ত হয়, তাহারা নায়ার নামে অদ্যাপি সৰ্ব্বত্র সুপরিচিত। নায়ারদিগের সংঙ্গ সেণ্ট টমাস সম্প্রদায়ভুক্ত খৃষ্টান ও কোন কোন মুসলমানও ফিরিঙ্গির পটেন-ভুক্ত হইতে লাগিল । অল্প দিনের মধ্যে তাহারা সমরশিক্ষায় সুশিক্ষিত হইয়া, জলে স্থলে কালিকট-ব্লাজকে পরাভূত করিয়া, কোচীন বন্দরে ফিরিঙ্গি-বণিকের প্রাধান্য সংস্থাপিত করিয়া দিল ! DDDDS DD S DtBDD DBDDBBBBBDBD DBDBD YBBDBB SKBDBBDD সাধন করিতে না করিতে, চকিতের ন্যায় ফিরিঙ্গি-বণিকের প্রাধান্য প্রতিষ্ঠিত হইতে লাগিল। যাহারা প্ৰথমে বণিকের বেশে ক্ষুদ্র পোতে আরোহণ করিয়া ভারতবর্ষে উপনীত হইয়াছিল, তাহদের পক্ষে সমুদ্র ও সমুদ্রপোত ভিন্ন অন্য কোনও আশ্রয়স্থল বৰ্ত্তমান ছিল না। অল্প দিনের মধ্যে তাহারা কুঠী সংস্থাপিত করিল ; অল্প দিনের মধ্যে তাহারা দুৰ্গনিৰ্ম্মাণ করিল ; অল্প দিনের মধ্যে তাহারা সেনাদল সংগ্ৰহ করিয়া বাহুবলে ভারতবাণিজ্যে অধিপত্যবিস্তার করিয়া, মালাবারের রাঙ্গ নৃত্যুবর্গের ভাগ্যবিধাতা হইয়া উঠিল । ইতিহাসে এরূপ আকস্মিক বিজয়কাহিনী অধিক নাই ! মুসলমানগণ আত্মরক্ষা করিতে পারিলেন না । তঁাহারা ভারতবর্ষে আশ্রয়লাভ করিয়া, বাণিজ্যব্যাপারে অর্থে পাৰ্জন করিতেন,---কখনও বাহুবলের পরীক্ষা প্ৰদান করিবার প্রয়োজন উপস্থিত হয় নাই। সহসা সেই প্রয়োজন উপস্থিত হইবামাত্র, মুসলমানগণ পদে পদে পরাভূত হইলেন। লোহিতসাগরমুখে ফিরিঙ্গি-বণিকের রণতরী সজ্জীভুত থাকিয়া আরব বা মিশর হইতে মুসলমানদিগের সহায়তা-সংগ্রহের পথ রুদ্ধ করিয়া দিয়াছিল। অগত্যা মুসলমানগণ ধনরত্ন সংগৃহীত করিয়া পোতারোহণে পারস্যোপসাগর-পথে পলায়ন করিবার আয়োজন করিতে व्याiिgवान् ।