পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2°剑 ফিরিঙ্গি বণিক মান-বাণিজ্যের প্রবল প্ৰতাপ পরাভূত করিয়া, ভারতসাগরে প্রভুত্ববিস্তার করিতে সমর্থ হইয়াছিলেন, তাহার তথ্যানুসন্ধানে প্ৰবৃত্ত হইবামাত্ৰ মনে হয়,-হৃদয়বলই ফিরিঙ্গি-বণিকের অভু্যদয়লাভের মূল কারণ । অধ্যবসায় ও অকুতোভয়তা জয়যুক্ত হইল ; তাহার সহিত নিষ্ঠুরতা মিলিত না হইলে, ইতিহাস কলঙ্কিত হইত না ! স্বার্থপরতা ও গৃহকলহ পরাভূত হইয়া গেল ; তাহার সহিত স্বদেশদ্রোহ মিলিত না হইলে, ইতিহাস কলঙ্কিত হইত না ! তথাপি এই স্বদেশদ্রোহের কলঙ্ককাহিনীর সম্যক আলোচনা না। করিলে, ফিরিঙ্গি-বণিকের অসাধারণ আভু্যদয়লাভের প্রকৃত কাৰ্য্যকারণশৃঙ্খলা প্ৰকাশিত হইতে পারে না। ইউরোপীয় ইতিহাসলেখকেরাও ইহার উল্লেখ করিয়া গিয়াছেন । যাহারা ইতিহাসের মৰ্য্যাদারীক্ষা করিয়া লেখনী-চালনা করিয়া গিয়াছেন, তাহারা কেহই ফিরিঙ্গি-বণিকের কলঙ্কঘোষণা করিতে ইতস্ততঃ করেন নাই । কিন্তু কেহই কোচীনরাজের স্বদেশদ্রোহের সমালোচনা করিবার চেষ্টা করেন নাই । ইহাতে ইতিহাসে কেবল ফিরিঙ্গি-বণিকের নামই কলঙ্কযুক্ত হইয়া ব্লহিয়াছে ;- ভারতবর্ষের স্বদেশদ্রোহীর নাম কলঙ্কযুক্ত হয় নাই। কোচীন-রাজ দুৰ্ব্বল বলিয়া ফিরিঙ্গি-বণিকের হস্তে আত্মসমর্পণ করিলে, তাহাকে দুৰ্ব্বল বলিয়া ভারতবর্ষের ইতিহাসলেখক কৃপা করিতে পারিতেন। কিন্তু কোচীন-রাজ স্বাৰ্থলুব্ধ হইয়াই ফিরিঙ্গি-বণিককে আশ্রয়দান করিয়াছিলেন ; তঁহাদের সহায়তা গ্ৰহণ করিয়া, কালিকটের সিংহাসনে আরোহণ করিবার আশায় উন্মত্ত হইয়া উঠিয়াছিলেন ; এবং সেই জন্যই স্বদেশদ্রোহে লিপ্ত হইয়াছিলেন । ইতিহাসলেখক এরূপ চরিত্রকে কদাচি কৃপা করিতে পারেন না । পাশা চিরদিনই পাপ । স্বদেশদ্রোহ মহাপাপ । ফিরিঙ্গি-বণিক্‌ প্ৰথম সন্দর্শনেই কোচীন-রাজের এই পাপ-প্রবৃত্তির