এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ख्भiयूट्राभ्रङ्ग S © ዓ মুসলমান-পক্ষে আত্মরক্ষার পথ পূৰ্বেই রুদ্ধ হইয়া গিয়াছিল। মুসলমানগণ মিশর ও মালাবার এই উভয় স্থান হইতে আক্রমণ করিয়া, ফিরিঙ্গি-বণিক্কে সহজে পরাভূত করিতে পারিতেন। কিন্তু উভয় স্থান হইতেই মুসলমান-শক্তি পরাভূত হইবার পর মুসলমানের আত্মরক্ষার আয়োজন আরব্ধ হইল। সে আয়োজন সৰ্ব্বথা ব্যর্থ হইয়া পড়িবে, পর্তুগাল-রাজ তাহা জানিতেন বলিয়াই কিছুমাত্র বিচলিত হইলেন না, বরং ভারতবর্ষে ফিরিঙ্গি-বণিকের বাহুধািল প্ৰবল করিয়া তুলিবার জন্য উপায় উদ্ভাবনে ব্যাপুত হইলেন। এসিয়া সময় থাকিতে জাগিল না ; যখন জাগিয়া উঠিল, তখন চাহিয়া দেখিল,-এসিয়ার সমুদ্রপথে ফিরিঙ্গি-বণিকেব্ল বাণিজ্য-তরুণী রণ-তরুণীতে পরিণত হইয়াছে ;--তাহার প্রবল পীড়নে এসিয়ার জল স্থল কম্পিত হইয়া ऐठिंग्नाएछ ।