ত্রয়োদশ পরিচ্ছেদ दङ्दव् If the Portuguese feats of arms in India had been brilliant, the policy which directed aud supported them at I.isbon was farreaching and profound.-Sir W. /unter. সুলতানের নৌ-সেনাদল ফিরিঙ্গি-বণিকের দৰ্প চূর্ণ করিবার জন্য আয়োজন করিতেছে-এই সংবাদে ভারত প্ৰবাসী ফিরিঙ্গি-বণিকৃগণ নিতান্ত আতঙ্কযুক্ত হইয়া, পর্তুগালে পত্র লিখিতে লাগিলেন । কোচীনের কুঠিয়ালগণ লিখিয়া পাঠাইলেন,-“অবিলম্বে পৰ্ত্ত গাল হইতে রাজ-সেনা সমাগত না হইলে, সৰ্ব্বনাশ হইবে।” পর্তুগাল-অধীশ্বর সৌভাগ্যশালী ইমানুয়েল প্রতিভাবলে ইতিহাসে আপন নাম চিরস্মরণীয় করিয়া গিয়াছেন । তিনি বুঝিলেন,-অতঃপর দীর্ঘকাল বাহুবলে বাণিজ্য রক্ষা করিতে হইবে ; তাহার জন্য ভারতবর্ষে একজন সুযোগ্য রাজপ্রতিনিধি প্রেরণ করাই যুক্তিসঙ্গত । তঁহার আদেশে ১৫ ও ৫ খৃষ্টাব্দের মার্চ মাসে আল মন্ড নামক সন্ত্রান্ত রাজপুরুষ পর্তুগালের রাজপ্রতিনিধি হইয়া ভারত যাত্রা করিলেন। তঁহার সহিত উপযুক্ত সেনাদল প্রেরিত হইল। প্ৰাচ্য-গগন ক্রমশঃ মেঘমালায় আচ্ছন্ন হইতে লাগিল । জলে স্থলে বাহুবলের প্রবল প্ৰতাপ প্রতিষ্ঠা লাভ করিল। বাণিজ্যলক্ষ্মী অন্তহিত হইয়া গেল । জলদসু্যর উৎপীড়নে ভারতবাসিগণ ব্যতিব্যস্ত হইয়া छैठेिल । সকলেই বুঝিতে পারিল,-বাহুবল প্ৰবল বল। সুলতান বাহুবলে
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।