পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্দশ পরিচ্ছেদ द्वंद्वऊ Albuquerque entered at once on those vast schemes of conquest which have made him one of the heroes of Portugal.-I) tuguese Compuests in India, ১৪৫৩ খৃষ্টাব্দে আলবুকার্কের জন্ম হয়। তখনও পর্তুগাল পরপদানত নগণ্য দেশ। তাহার পর যে সকল ঘটনাসূত্রে পর্তুগাল ধীরে ধীরে প্রাধান্য লাভ করিতেছিল, ভাহা সমস্তই আলবুকার্কের সময়ে সংঘটিত হইয়াছিল । তিনি যৌবনে পদাৰ্পণ করিয়া যে স্বদেশ-প্রেমে মত্ত হইয়া উঠিয়াছিলেন, পরিণত জীবনে তাহার মাত্রা ক্রমেই বিবদ্ধিত হইয়াছিল। ভারতবর্ষে আসিয়া রাজপ্ৰতিনিধির উচ্চপদ অধিকার করিবার সময়ে তঁহার বয়ঃক্রম প্ৰায় ষাট বৎসর হইয়াছিল ; তথাপি তিনি উৎসাহে ও অধ্যবসায়ে দৃঢ়নিশ্চয় যুবকগণকে লজ্জা দিতে পারিতেন। তিনি বাণিজ্য অপেক্ষ রাজ্যলাভকেই প্ৰধান লক্ষ্য করিয়াছিলেন। স্বহস্তে কাৰ্য্যভার গ্ৰহণ করিবামাত্র আলবুকার্ক লক্ষ্যসাধনের জন্য ব্যাকুল হইয়া উঠিলেন। মালবারের বিবিধ বন্দরে ফিরিঙ্গি-বণিকের বাণিজ্যালয় সংস্থাপিত হইয়াছিল। ভারতসাগরে ফিরিঙ্গি-বণিকের লুণ্ঠন-প্ৰতাপে অন্যান্য বণিকের বাণিজ্য-তরুণী একরূপ অপরিচিত হইয়া উঠিয়াছিল ;-তথাপি কালিকটের বন্দর যেন ফিরিঙ্গি-বণিকের চিরশত্রুরূপে বৰ্ত্তমান থাকিয়া আতঙ্ক-সঞ্চার করিতে বিরত হন নাই। কেবল কালিকট-রাজের ভয়েই ফিরিঙ্গি-বণিক এত দূর আতঙ্কযুক্ত হইত না। সমগ্র মুসলমানসমাজ কালিকট-রাজের পক্ষভুক্ত হইতে পারেন, এই আতঙ্কই