পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so ফিরিঙ্গি-বণিক সাধারণ-বিদ্বেষীরূপে প্ৰচলিত থাকায়, চরিত্যাখ্যায়কগণ ইহার উল্লেখ করিতে কিছুমাত্র লজ্জাবোধ করেন নাই। তঁহারা বরং ইহাকে দৃঢ়চরিত্র বীরপুরুষোচিত চিত্তবাল বলিয়া বৰ্ণনা করিয়া গিয়াছেন। আলুৰুকার্কের হিন্দু-বিদ্বেষেরও অভাব ছিল না । হিন্দু-মুসলমান একত্র মিলিত হইয়া কালিকট-রাজের সহায়তা করিত ; কালিকটের বন্দর তাহাদের প্রধান সম্মিলনক্ষেত্ৰ হইয়া উঠিয়াছিল । সুতরাং কালিকট-ধ্বংস করাই প্রথম ও প্রধান কৰ্ত্তব্য বলিয়া প্ৰতিভাত হইয়াছিল। জল-যুদ্ধে হিন্দু মুসলমানের সম্মিলিত শক্তি পরাভূত হইয়াছিল : কিন্তু স্থলবত্মে হিন্দু-মুসলমানের সমবেত শক্তি অক্ষুদ্রপ্রতাপে বৰ্ত্তমান ছিল। আলবুকার্ক সেই শক্তি চুৰ্ণ করিবার আশায় রাজ্যলাভার্থ राJांकून श्रेशा। ॐठिं८व्न् । ১৫১০ খৃষ্টাব্দের প্রারম্ভে কালিকট আক্রান্ত হইল ! ফিরিঙ্গিবণিক নগরদাহ করিয়া রাজপথ অধিকার করিলেন । * তখন হিন্দুমুসলমানগণ রাজপ্রাসাদে সমবেত হইয়া, প্ৰবল প্ৰতাপে ফিরিঙ্গিগণকে আক্রমণ করিলেন । পাঁচশত ফিরিঙ্গি প্ৰাণত্যাগ করিতে বাধ্য হইলেন ; যাহারা কোনরূপে রক্ষা পাইলেন, তঁহারা সে বীর- প্ৰতাপ সহস্থ করিতে না পারিয়া, আণবিপোতে পলায়ন করিয়া আত্মরক্ষা করিতে বাধ্য হইলেন । * তাহারা কোলাম বন্দরের অধিপতির আশ্রয়লাভ করিয়া তথায় একটি ক্ষুদ্র দুৰ্গ নিৰ্ম্মাণ করিলেন ; এবং তন্মধ্যে বসতি করিয়া আপাততঃ আত্মরক্ষা করিতে প্ৰবৃত্ত হইলেন । প্ৰথম পরাজয়ের In the month of Ramzan 95 A. H. the Portuguese proceeded to Kalikot, set fire to the Cathedral Mosque, and swept the town with the broom of plunder.-Riaz-us-Salateen p. 4o. The Malabarees collecting together attacked the Christians, killed five hundred leading Portuguese and drowned many of them in the sea. Those who escaped the sword, fled to the port of Kolam, and intriguing with the Chief of that place, erected a small fort and entrenched themselves there.-Riaz-us-Salateen. p. 4o5.