পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ফিরিঙ্গি-বণিক আড়ম্বর সংযুক্ত ছিল। তাহার জন্যই অনেক সময় পোপের ঘোষণাপত্র গৃহীত হইত ; কখনও বা ধৰ্ম্মোন্মত্ত প্রচারকগণকেও ভারতবর্ষে প্রচারকার্য্যে নিযুক্ত করিতে হইত। তথাপি ফিরিঙ্গি-বণিকের প্রধান লক্ষ্য বাণিজ্য,—তাহা কখনই অস্বীকৃত হয় নাই। ভারতবাণিজ্যে ধৰ্ম্মকলহ প্ৰবল হইলে, ফিরিঙ্গি-বণিকের সর্বনাশ উপস্থিত হইতে পারিত । সে কথা বুঝিতে পারিয়া, সময় থাকিতে ফিরিঙ্গি-বণিক সাবধান হইয়াছিলেন। যে ধৰ্ম্মোন্মাদ একদিন তাহাদিগকে মুসলমানের ধৰ্ম্মমন্দির চূৰ্ণ করিবার জন্য নিয়ত উত্তেজনা করিত, তাহা ক্ৰমে অবসন্ন হইয়া গেল। এমন কি, হিন্দু মুসলমানের ধৰ্ম্ম-মন্দির রক্ষা করিবার কথাও বিধি-ব্যবস্থার মধ্যে লিখিত হইতে লাগিল । * এইরূপে ফিরিঙ্গিবণিক ভারতবাণিজ্যে আধিপত্যবিস্তারের চেষ্টা করিতে লাগিলেন। সে চেষ্টা সফল হইতে বিলম্ব ঘটিল না । প্ৰাচ্য দ্বীপপুঞ্জের পণ্যদ্রব্য সিংহলে পুঞ্জীকৃত হইত। তাহা আর হিন্দু-মুসলমানের করতলগত রহিল না । ভারতবর্ষ হইতে যে সকল পণ্যদ্রব্য জলপথে মুসলমান-রাজ্যে বাহিত হইত, তাহা আর সে পথে বাহিত হইবার অবকাশ পাইল না। এন্ডেন দুর্গ সম্পূর্ণরূপে পরাভূত না হইলেও, ভারত-বাণিজ্যে ফিরিঙ্গি-বণিকেরই একাধিপত্য প্ৰতিষ্ঠালাভ कङ्गिन । এই প্রতিষ্ঠার মূলে যে নৌশক্তি বৰ্ত্তমান আছে, সে কথা ফিরিঙ্গিবণিক বিশ্বত হইতে পারিলেন না । জলযান-নিৰ্ম্মাণ, জলযান-চালন

  • ইংরাজ বণিকৃ ভারতসাগরে উপনীত হইবার পূর্বেই এই “উদার নীতি” LDBu DuuDS S DDD BDBDBDB BBBBB LBY D gBBBS DDD D DBDSt “উদারতার” নিদর্শনীরূপে গৌরব লাভ করিতে পারিত। কিন্তু ইহা স্বার্থরক্ষার কৌশলরূপে অবলম্বিত হইয়াছিল বলিয়া, ইতিহাস। ইহাকে অকৃত্রিম ভারত-প্ৰীতির নিদর্শন বলিয়া অভ্যর্থনা করিতে পারে নাই। এই “উদারতার” মুলেও কড়াক্ৰাস্তির

DBDSSYSgBDDB DBBBDDD LKEDD BKYS