পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণিজ্য-নীতি 8. জন্যই ফিরিঙ্গির নাম ভারতবাসীর নিকট ক্ৰমে অবিমিশ্র ঘূণার আধার। হইয়া উঠতে লাগিল। লোকে ফিরিঙ্গি-বণিককে ভয় করিতে শিখিল, DDuD DBBBDBB BBBB BDS BDDDB D DBBDB DS DBDD DBD আচরণে নিষ্ঠুরতার প্রতিশোধ লইবার চেষ্টা করিতে লাগিল । ফিরিঙ্গি-বণিক ভারতবর্ষে উপনীত হইয়া যে বাণিজ্য-নীতি অবলম্বন করিয়াছিলেন, তাহার সহিত ভারতবর্ষে ইউরোপীয় শিল্পদ্রব্যবিক্ৰয়ের সম্বন্ধ ছিল না । তখনও ইউরোপীয় শিল্পদ্রব্য ভারতবর্ষে সমাদর লাভ করিতে পারে নাই ; তখনও এসিয়া ও ইউরোপের সমস্ত সভ্যদেশে প্ৰাচ্যশিল্পেরই একাধিপত্য বৰ্ত্তমান ছিল। সেই শিল্পদ্রব্য সংগ্রহের ও বিক্ৰয়ের একাধিপত্য লাভ করিবার আশায় ফিরিঙ্গি-বণিক্‌ ব্যাকুল ছিলেন। সেকালের কাগজপত্রে দেখিতে পাওয়া যায়, রোমক সাম্রাজ্যের ন্যায়। পর্তুগালের লোকেও রৌপ্য বিনিময়ে ভারতবর্ষ হইতে বিবিধ কৃষিজাত ও শিল্পজাত দ্রব্য ক্রয় করিয়া ইউরোপে বিক্রয় করিতেন ; তাহার সহিত বহুমূল্য মণিমুক্ত হীরকাদিও সংযুক্ত ছিল। শিল্পের উন্নতিসাধন করিয়া ভারতবর্ষেীয় সহিত প্ৰতিযোগিতা করিবার আকাজক্ষা তখনও ইউরোপকে প্ৰবুদ্ধ করিতে পারে নাই । এই বাণিজ্যনীতি রক্ষা করিবার জন্য, জলপথে আত্ম-শক্তি প্ৰবল করিবার আশায়, ফিরিঙ্গি-বণিক্‌ পোত ও দুর্গের নিৰ্ম্মিাণে নিযুক্ত হইয়া ভারতসমুদ্রে একাধিপত্য বিস্তৃত করিয়াছিলেন। পর্তুগালের ন্যায় ক্ষুদ্র রাজ্যের নাবিক ও সৈনিকগণের চেষ্টায় এই কাৰ্য্য সুসম্পন্ন হইবার সম্ভাবনা ছিল না । ইহার জন্য ভারতবর্ষের লোকের সহায়তা গ্ৰহণ করিবার প্রয়োজন উপস্থিত হইয়াছিল। ফিরিঙ্গি-বণিক্‌ তাহার জন্য জলে স্থলে ভারতবর্ষের লোকের বাহুবলের আশ্রয় গ্ৰহণ করিয়াই ভারতবর্ষের লোকের পরাজয়সাধন করিয়াছিলেন। খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর প্রথমভাগ ভারতবর্ষের ইতিহাসের বিপ্লবযুগ বলিয়া কথিত