এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বাণিজ্য-নীতি S 8 ዓ উঠিয়াছিলেন,-কেবল প্ৰবল প্ৰতিদ্বন্দ্বীর অভাবেই ভারতসাগরে ফিরিঙ্গির আধিপত্য কোনরূপে আত্মরক্ষা করিতেছিল। এই সময়ে ভারতবর্ষের লোকে চেষ্টা করিলে, অল্পায়াসেই ফিরিঙ্গি-বণিককে তাড়িত করিতে পারিত। কিন্তু তখন তাহারা গৃহকলহে ব্যতিব্যস্ত,--ব্যক্তিগত স্বার্থচিন্তায় অবসর শূন্য! ফিরিঙ্গি-বণিকের রাজধানী গোয়ানগরী এই সকল কারণে নানা প্ৰকার অসৎ কাৰ্য্যের আধার হইয়া উঠিতে লাগিল । যাহা বাহ সম্পদে পর্তুগালের রাজধানী লিসবন নগরীকে পরাভূত করিয়া দিয়াছিল, তাহার অভ্যন্তরে নরকের বীভৎস দৃশ্য উদঘাটিত হইতে লাগিল । যে প্রবল শক্তি একদিন সন্ন্যাসী রাজকুমার হেনরীর অপূৰ্ব আত্মত্যাগে ধীরে ধীরে প্রবুদ্ধ হইয়া উঠিয়াছিল, তাহা তাহার স্বদেশের অকৰ্ম্মণ্য নরাধমন্দিগের আত্মসম্ভোগ-লালসায় যৌবনেই জরাজীর্ণ হইয়া পড়িতে লাগিল !