এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>越切 ফিরিঙ্গি-বণিকৃ যে নৌ-সেনাবাল ফিরিঙ্গি-বণিকের প্রবল সহায় বলিয়া পরিচিত ছিল, তাহাও দিন দিন দুর্বল হইয়া পড়িতে লাগিল। পোতাধ্যক্ষগণ বাণিজ্য-ব্যাপারে অর্থে পাৰ্জন আশায় বন্দরে বন্দরে যাতায়াত করিয়া, সমগ্ৰ নৌ-সেনাকে বাণিজ্যলুদ্ধ করিয়া তুলিলেন। তাহারাও বিলাসের স্বাদ প্ৰাপ্ত হইয়া, ধীরে ধীরে নাগরিকগণের সমকক্ষ হইয়া উঠিল।