অষ্টাদশ পরিচ্ছেদ ॐख्रिश्न्ी The Portuguese soon found that they had other rivals in the East than the Turk.– Sir !!. IInter, এক সময়ে মুসলমানেরাই ফিরিঙ্গি-বণিকের একমাত্র প্রবল প্ৰতিদ্বন্দ্বী বলিয়া পরিচিত ছিল । তাহারা যথাসাধ্য ফিরিঙ্গি-বণিকের ভারত-বাণিজ্যের গতিরোধের চেষ্টা করিয়াছিল;-পদে পদে পরাভূত হইয়াও, ফিরিঙ্গি-দলনের সংকল্প সম্পূর্ণরূপে পরিত্যাগ করে নাই। কিন্তু ভারতবাণিজ্যে ফিরিঙ্গি-বণিকের একাধিপত্য দিন দিন যেরূপ প্ৰবল হইয়া উঠিতেছিল, তাহাতে মুসলমানের পক্ষে সহসা বিজয়লাভের সম্ভাবনা ছিল না। ফিরিঙ্গি-বণিক রাজ্যবিস্তৃত করিয়া, রাজধানী সংস্থাপিত করিয়া, রাজ-দুর্গে জলস্থল সুরক্ষিত করিয়া, ভারত-বাণিজ্যের সব্বময় মৃত্যু হইয়া উঠিয়াছিলেন। তঁহাদের অভু্যদয়ে বাধাপ্রদানে অশক্ত হইয়া, মুসলমানগণ ক্ৰমে ক্রমে নিরুদ্যম হইয়া পড়িয়াছিল। কিন্তু ইউরোপের অন্যান্য দেশে আর এক শ্রেণীর প্রতিদ্বন্দী ধীরে ধীরে প্রবল श्छ्रेझा ऐछैिrउछिल । পৃথিবীর আকার কিরূপ,--তাহার প্রকৃত তথ্য অধিক দিন প্ৰাচ্যসমাজের অপরিজ্ঞাত ছিল না। স্মরণাতীত পুৱাকাল হইতে বৃহৎ বাহাজগতের বিবিধ বৃহৎ পদার্থের সহিত পরিচিত হইবার সুযোগলাভ করিয়া, প্ৰাচ্যসমাজ জলে স্থলে অন্তরীক্ষে বিবিধ বৈজ্ঞানিক সত্য পৰ্যবেক্ষণ করিয়া সৰ্ব্বাগ্ৰে পৃথিবীর গোলম্ব স্বীকার করিয়া লইয়াছিল। কিন্তু পাঁচশত বৎসর পূৰ্ব্বেও এ বিষয়ে ইউরোপে অজ্ঞতার অভাব ছিল না। পৃথিবীর গোলত্বে ইউরোপীয় খৃষ্টান সমাজ কিছুমাত্র আস্থাস্থাপন
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।