পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰতিদ্বন্দ্বী w জলদৈত্যের ন্যায় অপ্ৰতিহত প্ৰভাবে সগৰ্বে সর্বত্র বিচরণ করিত ! ভারতসাগরের ক্ষুদ্র বৃহৎ অসংখ্য দ্বীপপুঞ্জে ও বাণিজ্য-বন্দরে যে সকল সুদৃঢ় পর্তুগীজ দুর্গ রচিত হইয়াছিল, তাহা যে কালক্রমে ধূলিপরিণত হইতে পারে, কে তাহা বিশ্বাস করিতে পারিত ? তখন পৰ্য্যন্ত খৃষ্টধৰ্ম্মাচাৰ্য্য পোপের প্রবল প্ৰতাপ সমগ্ৰ খৃষ্টান সমাজের ভাগ্যনিয়ন্ত বলিয়া সুপরিচিত ছিল। পোপের শাসন ঈশ্বরের শাসনের ন্যায় ‘অবিচারনীয়া আজ্ঞা” বলিয়া প্ৰতিপালিত হইত। তাহা যতই কঠোর হউক, যতই পক্ষপাতদুষ্ট হউক, যতই অসমীচীন হউক, খৃষ্টান-জনসমাজের নিকট তাহাই বিধাতার আদেশ বলিয়া প্ৰতিষ্ঠা লাভ করিয়াছিল। লোকে কষ্টসঞ্চিত অর্থ-বিনিময়ে পোপের নিকট হইতে নরক-যন্ত্রণা হইতে পরিত্ৰাণ লাভের লিখিত মুক্তিপত্ৰ ক্ৰয় করিত । সুতরাং পোপের শাসন রাজশাসনকে অবলীলাক্রমেই পদানত কািরয়া রাখিয়ছিল । তাহা যে কখন শিথিল হইবে বা সম্পূর্ণরূপে উৎখাত হইয়া পড়িবে, কে তাহা কল্পনা করিতে সাহস করিত ? নশ্বর সংসারে কিছুই চিরস্থায়ী হয় না ; তথাপি সাম্রাজ্যের স্থায়িত্বে বিশ্বাস সকল যুগে সকল দেশে সমান ভাবে প্ৰবল থাকিতে দেখা যায় ! পর্তুগালেও সেই বিশ্বাস অটল হইয়া छेछेिशांछित्र । ১৫২১ খৃষ্টাব্দে একটি আকস্মিক ঘটনায় এই অটল বিশ্বাস সহসা টলিয়া উঠিল। স্পেনদেশের একখানি অর্ণবযান দক্ষিণ আমেরিকা প্ৰদক্ষিণ করিতে গিয়া, ভারতসাগরে উপনীত হইবামাত্র, পর্তুগালের বাণিজ্য-কলহ পুনরায় জাগরিত হইয়া উঠিল। যে সুবিখ্যাত নাবিক এই অসম্ভব ব্যাপার সম্ভব করিয়াছিলেন, তাহার নাম ম্যাগেলেন। তিনি কিছুদিন আলবুকার্কের অধীনে পর্তুগালাধিকৃত ভারতসাগরে পোতাধ্যক্ষের কাৰ্য্যে নিযুক্ত ছিলেন। সেই সময়েই তিনি বুঝিতে পারিয়াছিলেন যে, পোপের শাসনলিপি লঙ্ঘন