উনবিংশ পরিচ্ছেদ ७थं झर्स We are of the true faith, what you from the West may be; for we come from the place where the followers of Christ were first called Christians.-Raply of the Syrians to the Portuguese. স্পেন-পর্তুগাল পরস্পরের নিকটবৰ্ত্তী দেশ হইলেও, এই দুই দেশের লোকের মধ্যে চরিত্রগত পার্থক্যের অভাব ছিল না । তজ্জন্য তাহারা এক রাজার অধীনে আসিয়া শক্তিলাভ কষ্মিতে পারিল না। আপাততঃ উভয়ের মধ্যে সমস্ত কলহ নিরস্ত হইল বটে, কিন্তু তাহাতে উভয় দেশের লোক ক্রমশঃ দুর্বল হইয়া পড়িতে লাগিল। যে উৎসাহ ও অধ্যবসায় একদিন পর্তুগালের সম্মুখে দিগ্বিজয় লাভের পথ উন্মুক্ত করিয়া দিয়াছিল, BBD DBDDBB DDBB BDiSBD DBDDBD D DB BBDB DBD উঠিল। ইউরোপের নবজাগরণে স্পেন-পর্তুগাল জাগিয়া উঠিল না ; -ইউরোপের নবজীবন লাভে স্পেন-পর্তুগাল নবজীবন লাভ করিল না। কালস্রোতের বিপরীত পথের অনুরাগী হইয়া এই দুই দেশ জীবন্মত হইয়া পড়িল । মানবচিত্ত স্বভাবতঃ স্থিতিশীল হইলেও, ঘটনাচক্ৰে গতিশীল হয়। তাহা সহসা চিরাভ্যস্ত স্থিতিশীলতা পরিত্যাগ করিতে পারে না ; কিন্তু একবার যদি পরিত্যাগ করিতে পারে, তাহার গতিশীলতা উত্তরোত্তর অধিক শক্তি লাভ করিয়া থাকে। ইউরোপের যে সকল দেশ গতিশীল হইল, তাহারা পুরাতনকে পশ্চাতে ফেলিয়া রাখিয়া নূতনের সেবার জন্য ব্যাকুল হইয়া উঠিল। স্পেন-পর্তুগাল যখন এই গতিশীলতার গতিরোধের উপায় উদ্ভাবনের জন্য আয়োজন করিতেছিল, তখন ওলন্দাজ
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।