পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ዓኴዖ ফিরিঙ্গি-বণিক সাগরে পর্তুগালের প্রভুত্ব হরণের জন্য কাহারও আকাঙ্ক্ষণ জাগিয়া উঠিতে পারিত না । কিন্তু সকলেই ভারতবর্ষে উপনীত হইবার জন্যই ভুবন-ভ্রমণে বহির্গত হইয়াছিলেন। যে সকল অজ্ঞাত দেশ আবিষ্কৃত হইতেছিল, তাহা ভারতবর্ষ নহে, ইহা বুঝিবামাত্র তাহার গৌরব। কাহাকেও তৃপ্তিদান করিতে পারিল না ; কেবল স্পেনরাজ্য কথঞ্চিৎ তৃপ্তিলাভের পরিচয় প্ৰদান করিয়াছিল ; আর সকলেই ভারতবর্ষে উপনীত হইবার পথের সন্ধানে ব্যাপৃত হইয়া রহিয়াছিল। পর্তুগাল এইরূপে সমগ্ৰ ইউরোপে যে অশান্ত আকাক্তক্ষণ জাগাইয়া তুলিয়াছিল, তাহা সকল দেশেই উত্তরোত্তর অধিক প্রবল হইয়া উঠিয়াছিল, কেবল পর্তুগালেই তাহা দিন দিন অবসন্ন হইয়া পড়িতেছিল। ইতিহাস-লেখক বলিয়া থাকেন,—পর্তুগালের এই অশ্রুজ-পূৰ্ব্ব গৌরব পর্তুগালের অধিবাসিগণের গৌরব বলিয়া কথিত হইতে পারে না ; তাহা পর্তুগালের রাজবংশের গৌরব ; তাহাকে জাতিগত গৌরব BDDDDS SDBDDBDS S BBB S S KB DDD SS S BB DDBEE S SKD0BDK BBBS " ستس রাজকুমার হেনৱী অপূৰ্ব্ব অল্প ত্যাগে পর্তুগীজ-জাতির প্রাণ প্রতিষ্ঠা করিয়াছিলেন, সেই রাজবংশের ভিপ্রোধানের সঙ্গে সঙ্গে তাহার কীৰ্ত্তিকলাপও তিরোহিত হইয়া গিয়াছিল । ইহাকে ব্যক্তিগত বা ংশগত গৌরব বলিয়াই গ্ৰহণ করা কীৰ্ত্তব্য ! সুতরাং স্পেনরাজ্যের অন্তভূক্ত হইবার পর গর্তুগালের অপদাৰ্থ অধিবাসিগণ আবার অরসন্ন হইয়া পড়িয়াছিল। ঠেং থান রাজ্যের অধিপতি, ধৰ্ম্মক লাহে লিপ্ত থাকিয়া ভারত-বাণিজ্যের একাধিপত্য রক্ষার্থ যথাযোগ্য আয়োজন করিতে পারেন নাই ;-ওলন্দাজ এবং ইংরাজেরাও অবসর বুঝিয়া স্পেনের *"র্য্য-কলহকে বাণিজ্য-কলহে পক্মিণত করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। ফলে, তঁাহারাই জলে স্থলে প্ৰবল হইয়া উঠিতে লাগিলেন ; ~-স্পেন-পর্তুগালের পক্ষে তাহার গতিরোধ করিবার সম্ভাবনা ןא