2b * ফিরিঙ্গি-বণিক বলে বা কাৰ্য্যদক্ষতায় স্বদেশে থাকিয়া যোধন, সৎপথে উপাৰ্জন করিতে পারিত না, তাহারা দুৰ্বল এবং অসংদিগ্ধ ব্যক্তিগণের নিকট হইতে অবৈধ হস্তে সেই ধন কড়িয়া লইবার জন্য অগ্রসর হইত। তাহারা প্রতারণা করিত, দু্যতিক্রীড়া করিত, মদ্যপান করিত, এবং সকল প্ৰকার ব্যভিচারেই বিভোর হইয়া রহিত । তথাপি, এই শ্রেণীর লোক ভিন্ন অসমসাহসিকতায় প্ৰাচ্য-সাগরের বাণিজ্য-কলহে আত্মবিসর্জন করিবার জন্য আর কাহারা অগ্রসর হইবে ? গুণ্ডার দল যতই নিন্দনীয় হউক, এরূপ ক্ষেত্রে তাহারাই অগ্রসর হইতে লাগিল । যে কোন উপায়েই হউক, ফিরিঙ্গি-বণিকের দুৰ্ব্বল হস্ত হইতে বাণিজ্যাধিকার কাড়িয়া লইবার জন্য কৃতসংকল্প হইয়াই, ইহারা ভারতश्é श्5िऊं शुशेऽ६ि ।। সে সংকল্প প্ৰকাশ্যভাবে ব্যক্ত করিবার সাহস থাকিলে, ইংরাজ তাহার ত্রুটি করিতেন না । কিন্তু তখনও প্রকাগুভাবে গুপ্ত সংকল্প ব্যক্ত করিবার সময় উপস্থিত হয় নাই। আরমাড়া নৌবাহিনী ছত্রভঙ্গ হইবার পর, স্পেন-পর্তুগালের নৌবল কিছু দুৰ্ব্বল হইয়া পড়িয়াছিল ; তথাপি ইউরোপীয় সাগরপথে স্পেন-পর্তুগালকে সহসা পরাভূত করিবার সম্ভাবনা ছিল না । ইংরাজেরা তাহা জানিতেন । কিন্তু তঁহারা ইহাও জানিতেন,-ইউরোপে যাহাই হউক, এসিয়ায় নৌবাল প্ৰবল করিবার জন্য স্পেন-পর্তুগাল সহসা যথাযোগ্য আয়োজন করিবার অবসর প্রাপ্ত হইবে না । তজ্জন্য ইংরাজেরা এসিয়া সম্বন্ধে আশান্ধিৰহইয়া, বলিতে লাগিলেন,-তাহারা আর অধিক দিন পোপের শাসনলিপির মৰ্য্যাদা রক্ষা করিয়া আত্ম-বঞ্চিত হইতে অসম্মত ; পোপের এরূপ পক্ষপাতপূর্ণ শাসনলিপি প্রচারিত করিবার ক্ষমতা নাই! এতকাল পরে, এই কথা ব্যক্ত করিবার সময়ে, ফিরিঙ্গি-বণিকের দৃঢ়-সংস্থাপিত বাণিজ্যাধিকারকে অস্বীকার করিবার উপায় ছিল না। {
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।