পরিণাম Sy KS শাসন-লিপি প্রচারে পোপের কুঁধিকার থাকুক্ আর না থাকুক, তাহার সুযোগ লাভ করিয়া ফিরিঙ্গি-বণিক যে প্রাচ্য-বাণিজ্যিরাজ্য সংস্থাপিত করিয়াছিলেন, তাহাকে অনধিকার-প্ৰবেশ বলিয়া গণ্য করিবার সম্ভাবনা ছিল না। তজ্জন্য ইংরাজকে স্বীকার করিতে হইল,-পর্তুগীজগণ সৰ্ব্বাগ্রে ভারত-বাণিজ্যে অধিকার বিস্তার করিয়া, যেখানে যেখানে কুঠি সংস্থাপিত করিয়াছেন, ইংরাজেরা তাহার মৰ্য্যাদা রক্ষণ করিতে বাধ্য । এই সূত্রে ইউরোপীয় আন্তর্জাতিক রাষ্ট্রনীতি নূতন আকার ধারণ করিল। এতদিন সমগ্ৰ খৃষ্টান-ইউরোপ অবনত-মস্তকে পোপের শাসনলিপিকে ব্যক্তিবিশেষের বা জাতিবিশেষের সর্ববাদি সন্মত অধিকারপত্র বলিয়া স্বীকার করিয়া আসিয়াছে। কেবল তর্কে-বিতর্কে মুখে মুখে স্বীকার করা নহে ; কেহ কখন তাহার বিরুদ্ধাচরণ করিয়া কাৰ্য্যক্ষেত্রে উদ্যম প্ৰকাশ করে নাই ; বরং তাহাকে মানিয়া চলিতে গিয়া নির্বিবাদে নানারূপ ক্ষতিস্বীকার করিয়া আসিয়াছে। এখন তাহ প্রকাশ্যভাবে অস্বীকার করিবার সময়ে, পূৰ্ব্বসংস্থাপিত অধিকার যে সূত্রে প্ৰতিষ্ঠালাভ করিয়া থাকুক না কেন, তাহাকে ন্যায়ানুমোদিত অধিকার ঘলিয়াই স্বীকার করিতে হইল । এই নীতি ইউরোপে যথাযথভাবে প্রতিপালিত হইলেও, এসিয়ায় আসিয়া, ইহার মৰ্য্যাদা রক্ষণ করা সকল সময়ে সকল অবস্থায় সুবিধাবাদের অনুকূল হইবে না বুঝিতে পারিয়া, ইংরাজেরা এসিয়াখণ্ডে তাহার মৰ্য্যাদারীক্ষা কবিতে সন্মত হইলেন না । এই সময় হইতে ইউরোপের এবং এসিয়ার রাষ্ট্রনীতির পার্থক্য প্রতিষ্ঠালাভ করিতে লাগিল । ইউরোপে যাহাই হউক, এসিয়ায় সুবিধাবাদই প্ৰাধান্য লাভ করিল ; এবং তাহার পক্ষ সমর্থনের জন্য যুক্তিতর্কের অভাব ঘটিল না ! ইউরোপ এসিয়া নহে,- এসিয়া এসিয়া । সে দেশে আসিয়া, ইউরোপীয় রাষ্ট্রনীতির মৰ্য্যাদা সৰ্ব্বদা রক্ষা করিবার বাধ্যবাধকতা স্বীকার করিতে অসন্মত
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।