পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিণাম >整rg उँछ्ांद्भि चिJ८°iऊं লুণ্ঠ হইতে লাগিল ; বাণিজ্যকেন্দ্ৰ আক্রান্ত হইতে লাগিল ; নূতন নূতন বাণিজ্যকেন্দ্র সংস্থাপিত হইয়া, পুরাতনকে ধবংসাবশেষ মাত্ৰে পৰ্য্যবসিত করিল । অবশেষে ফিরিঙ্গি-বণিকের প্রাচ্যবাণিজ্যসাম্রাজ্য জলবুদুদের স্যায় ভারত-সাগরে বিলীন হইয়া গেল। এসিয়াকে বুঝিতে হইলে, ইউরোপের এই ইতিহাস অধ্যয়ন করিতে হইবে। ইউরোপকে বুঝিতে হইলেও, এসিয়ার এই ইতিহাস অধ্যয়ন করিতে হইবে। এসিয়া ইউরোপকে নবজীবন দান করিয়াছে ; 'ইউরোপীর প্রতিযোগিতায় এসিয়ার শেষ নিঃশ্বাস অবরুদ্ধ হইয়া গিয়াছে ! এসিয়া না থাকিলে, ইউরোপ এত বড় হইয়া উঠিত না ;-ইউরোপ না থাকিলে, এসিয়া এত ছোট হইয়া পড়িত না !