s ফিরিঙ্গি বণিক কত পাশ্চাত্য ভাষায় কত অপূৰ্ব্ব ইতিহাস, আখ্যায়িকা ও মহাকাব্য রচিত হইয়াছিল! সে দিন ধীরে ধীরে সুদূরে চিরপ্রস্থান করায়, আধুনিক সত্যানুসন্ধানপ্রীতি নূতন ভাবে ইসলামের অভু্যদয়-কাহিনী কীৰ্ত্তন করিতে অগ্রসর হইয়াছে । ইসলাম সত্যসত্যই কৃপাণস্কন্ধে বহু দেশের বহু সমরক্ষেত্র নরশোণিতে অনুরঞ্জিত করিয়াছিল। ইসলাম সত্যসত্যই কুঠার-হস্তে বহু পুরাতন কীৰ্ত্তিচিহ্ন বিলুপ্ত করিবার কারণ হইয়া উঠিয়াছিল। ইসলাম সত্যসত্যই জলে-স্থলে ছল-প্রতারণায় পরস্বপহরণের চেষ্টা করিতেও ত্রুটি করে নাই । কিন্তু তাহাই পৃথিবীর সকল জাতির প্রথম অভু্যদয়িকালের সাধারণ কাহিনী । তাহা ঝটিকা-সমাগমের প্রথম প্ৰকোপ । সে প্রকোপ প্রশমিত হুইবার পর, ইসলাম জ্ঞানবিস্তারে ইউরোপের নবজীবনদানের কারণ হইয়া উঠিয়াছিল। ইসলামের ংসলীলার অভাব নাই ; ইসলামের গঠনপ্রতিভার সমুচিত সমাদর সুপ্ৰতিষ্ঠিত করিবার জন্য ইতিহাস যথাযোগ্য আয়োজন না। করায়, ধ্বংসলীলাই ইসলামের একমাত্র ঐতিহাসিক চিত্ৰ বলিয়া *ाििŠठ ठूङ्ग्रेग्ना झश्शूिicछ । ভারতবর্ষের সহিত ইসলামের প্রথম সম্বন্ধ কেবল বাণিজ্য-সম্বন্ধ । সে সম্বন্ধে ভারতবর্ষ বিক্রেতা, ইসলাম ক্রেতা ;-ভারতবর্ষ বণিক-রাজ, ইসলাম তাহার পণ্যবাহক । পুরাকাল হইতে যাহারা পারস্যোপসাগর ও লোহিত্যসাগর উত্তীর্ণ হইয়া, পুরাতন “কালিদীয়” ও “মিশরীয়” পথে ভারতীয় পণ্যদ্রব্য বহন করিয়া অর্থে পার্জন করিত, তাহারা মূৰ্ত্তিপূজার পরিবর্তে ইসলামের নব ধৰ্ম্মমত গ্ৰহণ করিয়া, পূৰ্ব্বব্যবসায় পরিত্যাগ করে নাই। স্থলপথে ও জলপথে তাহদের পুরাতন বাণিজ্যযাত্রা পূৰ্ব্বব্যুৎ প্রচলিত ছিল। এই বাণিজ্যপ্রবাহ সেকালের সমগ্ৰ এদিনাখণ্ডের সহিত ভারতবর্ষের সুদৃঢ় সম্বন্ধ সংস্থাপিত করিয়া দিয়া
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।