পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ নূতন স্থাল-বাণিজ্য-পথের সন্ধান-চেষ্টা The modern first-class Powers.-France. Germany, Austria, Russia, ltaly, Great Britain, -were not yet built up. Spain was stall divided between Castle, Aragon and the Moors, Europe remained a continent of principalities, duchies, counties, little oligar chies, and little republics.-Sir T. Hunter, ইসলাম-বিপ্লব-বিপৰ্য্যস্ত ইউরোপীয় খৃষ্টান-সমাজ যখন ভারতবাণিজ্যের অভিনব স্থলপথ আবিষ্কৃত করিবার চেষ্টায় পূৰ্ব্বাভিমুখে পৰ্য্যটক প্রেরণ করিতে আরম্ভ করে, তখন ইউরোপ ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডরাজ্যে বিভক্ত ছিল। তখনও ইউরোপীয় প্রবল পরাক্রান্ত রাজ্যতন্ত্র প্রতিষ্ঠিত হইয়া, খৃষ্টানশাসনকে পৰ্য্যাপ্তরূপে শক্তিশালী কব্লিতে সমর্থ হয় নাই। যে বলে বলীয়ান হইয়া আধুনিক ইউরোপ জগদ্বিখ্যাত হইয়াছে, তখন পৰ্যন্ত সেই জ্ঞানবল সঞ্চিত হয় নাই। তখনও প্রাচ্যরাজ্যের তুলনায় প্ৰতাচ্য রাজ্য অশিক্ষিত। এক দিকে নানা নূতন শিক্ষার সন্ধানলাভ করিয়া, অন্য দিকে বলদৃপ্ত মুসলমান শক্তির নিকট উপৰ্য্যুপরি অপদস্থ হইয়া, সমগ্ৰ ইউরোপেই শক্তিসঞ্চায়ের জন্য জনসমাজ ব্যাকুল হইয়া উঠিয়াছিল। যে সকল বাণিজ্যপ্রধান ইউরোপীয় মহানগর একদা ধনরদ্রে পরিপূর্ণ হইয়া, আশাতীত ঐশ্বৰ্য্য-গৰ্ব্বে খৃষ্টান-জগতের নরনারীকে নিয়ত প্ৰলুব্ধ করিত, ইসলাম-বিপ্লবে তাহা জনশূন্য অরণ্যমাত্ৰে পৰ্য্যবসিত হইয়া, সমগ্ৰ ইউরোপকে ব্যথিত করিয়া তুলিয়াছিল। ইউরোপ BBDB BDY DDBDBD DBDBDDBD SS BB DDB DBDDB BDBBD