R8 ফিরিঙ্গি বণিক ভ্ৰকুটকুটীল বিভীষিকার আধার করিয়া, অশ্বগৃষ্ঠে প্ৰতীচ্য-বিজয়ে যাত্রা করিবার জন্য অশাস্ত হইয়া উঠিয়াছিল। তখন মধ্য-এসিয়ার জীবনপ্ৰভাত ; ইউরোপের জীবন-সন্ধ্যা । তখন এসিয়া-আফ্রিকাইউরোপে-সৰ্ব্বত্র-কেবল এসিয়ার কথাই সৰ্ব্বপ্রধান আলোচ্য কথা । সে দিন যাহারা ইউরোপ হইতে এসিয়ায় উপনীত হইয়া বাণিজ্যপথের সন্ধান-চেষ্টায় নিযুক্ত হইয়াছিলেন, তাহদের চেষ্টা সফল হইবার আশা ছিল না বলিয়া, সে চেষ্টা একেবারে নিস্ফল হয় নাই। ব্যর্থচেষ্টাই জলপথের দিকে লোকচিত্ত আকৃষ্ট করিয়া, ইউরোপের অভু্যদয়সাধনের কারণ হইয়াছিল। ব্যর্থচেষ্টার ইতিহাসই চেষ্টা-সাফল্যের প্রকৃত ইতিহাস । সে কথা বিশ্বত হইয়া, অধ্যবসায়শূন্য অব্যবস্থিতচিত্ত অকৰ্ম্মণ্য অধিবাসিগণ। বাণিজ্যোন্নিতিসাধনের জন্য আহত হইবা মাত্র, ব্যর্থ-চেষ্টার উল্লেখ করিয়া, উদ্যমহীন হইয়া পড়িয়ছিল । দেখিয়াছি-করিয়াছি-যথেষ্ট হইয়াছে -আর কেন-আশা নাই-এ সকল কথা যে ইউরোপে একেবারে? অপরিজ্ঞাত ছিল, তাহা বলিতে হইলে, ইতিহাসের অবমাননা করা হয় । ইউরোপেও কত লোকে মাথায় হাত দিয়া বসিয়া পড়িয়াছে। কত লোকে ব্যৰ্থচেষ্টার বিষময় ফলে সৰ্ব্বস্বাস্ত হইয়াছে ; কত কবি, কত নাট্যকার উপহাসবৃত্তি চরিতার্থ করিবার জন্য, গদ্যে পদ্যে বিদ্যা প্ৰকাশ করিয়া,“গণ্ডের উপর পিণ্ড” সংযোগ করিতে ব্যস্ত হইয়া উঠিয়াছে ; কিন্তু DB BBBD BDBBDBDBSDB BDD DD DuDDS SJSiB BD প্ৰতিহত হইয়া, অন্য পথে ধাবিত হইয়াছে ;—পুনঃ পুনঃ ব্যর্থমনোরাথ হইয়াও, পুনঃপুনঃ সামৰ্থ্যাবলে আত্মজয় করিয়া, পরিণামে সাফল্যলাভে কৃতাৰ্থ হইয়াছে। ইউরোপীয় আভু্যদয়ের ঐতিহাসিক মূলসুত্র এই সকল ব্যর্থ-চেষ্টার বিলুপ্তঘটনাবলীর মধ্যেই লুক্কায়িত হইয়} বুহিয়াছে । স্থলপথে ব্যর্থ-মনোরথ হইয়া জলপথের প্রতি আকৃষ্ট হইবার সময়ে,
পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।